খলিফা ওসমান (রাঃ)-এর কবরের ছবিকে ফাতেমা (রাঃ)- এর কবর বলে প্রচার

33
খলিফা ওসমান (রাঃ)-এর কবরের ছবিকে ফাতেমা (রাঃ)- এর কবর বলে প্রচার খলিফা ওসমান (রাঃ)-এর কবরের ছবিকে ফাতেমা (রাঃ)- এর কবর বলে প্রচার

Published on: [post_published]

মা ফাতেমার কবর দাবি করে একটি ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে জেনেছে, এটি ফাতেমা (রাঃ) এর কবর নয়। বরং ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান (রাঃ) এর কবরের ছবি। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে।

গুজবের উৎস

“মা ফাতেমার কবর” শিরোনামে এ বছরের জানুয়ারি মাস থেকে একটি ছবি বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল, গ্রুপে ও পেইজ থেকে শেয়ার করা হতে থাকে। এটি এখন পর্যন্ত কমপক্ষে ৫ হাজার বার ফেসবুকে শেয়ার করা হয়েছে। সময় টিভি নামক প্রায় ৬ লক্ষ সদস্যবিশিষ্ট একটি পাবলিক গ্রুপেও পোস্টটি শেয়ার করা হয়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

উইকিপিডিয়ায় খলিফা ওসমান (রাঃ)  সম্পর্কিত আর্টিকেলের গুপ্তহত্যা (Assassination) চ্যাপ্টারটিতে ওসমান (রাঃ)-এর কবরের স্থান হিসেবে মদিনার আল-বাকি কবরস্থানের কথা উল্লেখ করা হয়েছে। এখানে ওসমান (রাঃ)-এর কবরের যে ছবিটি দেখতে পাওয়া যায় তা হুবুহু দাবিকৃত ফাতেমা (রাঃ)-এর কবরের ছবির সাথে মিলে যাচ্ছে।

 

World History Encyclopedia সাইটটিতে ওসমান ইবনে আফফান (রাঃ)-এর কবরের ছবি পাওয়া যাচ্ছে।

Madain Project নামক ওয়েবসাইটেও খলিফা ওসমান (রাঃ)-এর কবরের ছবি রয়েছে।

এখানেও দুটি ছবিই ভাইরাল পোস্টের ফাতেমা (রাঃ)-এর কবরের ছবির সাথে মিলে যাচ্ছে।

এছাড়া এই ইউটিউব ভিডিওগুলোতে (এখানে, এখানে, এখানে) ওসমান (রাঃ)-এর কবরের যে দৃশ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলোও পোস্টের ছবির সাথে মিলে যায়।

 

উইকিপিডিয়ার Burial Place of Fatimah নামক আর্টিকেল থেকে জানা যায়, ফাতেমা (রাঃ)-এর সমাধিস্থল আজ পর্যন্ত অজানা থেকে গেছে।

islamicinsights.com ওয়েবসাইটের Graves of Lady Fatima নামক আর্টিকেলেও ফাতেমা (রাঃ)-এর সমাধিস্থলের গোপনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

বুম বিডিরিউমার স্ক্যানার এ দুটি বাংলাভাষী ফ্যাক্টচেকিং সাইটও এই ছবিকে খলিফা ওসমান (রাঃ) এর কবরের ছবি বলে দাবি করেছে।


ফ্যাক্টওয়াচের
সিদ্ধান্ত

অনুসন্ধানের পর ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে মিথ্যা সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.