মা ফাতেমার কবর দাবি করে একটি ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে জেনেছে, এটি ফাতেমা (রাঃ) এর কবর নয়। বরং ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান (রাঃ) এর কবরের ছবি। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে।
গুজবের উৎস
“মা ফাতেমার কবর” শিরোনামে এ বছরের জানুয়ারি মাস থেকে একটি ছবি বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল, গ্রুপে ও পেইজ থেকে শেয়ার করা হতে থাকে। এটি এখন পর্যন্ত কমপক্ষে ৫ হাজার বার ফেসবুকে শেয়ার করা হয়েছে। সময় টিভি নামক প্রায় ৬ লক্ষ সদস্যবিশিষ্ট একটি পাবলিক গ্রুপেও পোস্টটি শেয়ার করা হয়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
উইকিপিডিয়ায় খলিফা ওসমান (রাঃ) সম্পর্কিত আর্টিকেলের গুপ্তহত্যা (Assassination) চ্যাপ্টারটিতে ওসমান (রাঃ)-এর কবরের স্থান হিসেবে মদিনার আল-বাকি কবরস্থানের কথা উল্লেখ করা হয়েছে। এখানে ওসমান (রাঃ)-এর কবরের যে ছবিটি দেখতে পাওয়া যায় তা হুবুহু দাবিকৃত ফাতেমা (রাঃ)-এর কবরের ছবির সাথে মিলে যাচ্ছে।