“ইতিহাস সৃষ্টির পথে খুলনা। আগামীকাল বিএনপির মহাসমাবেশ। খুলনায় সকল গণপরিবহন দুই দিন বন্ধ থাকলেও থেমে নেই জিয়ার সেনারা- খুলনার গনসমাবেশে লাখ লাখ জিয়ার সৈনিকের অংশগ্রহণে জনসভা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ!” — এমন শিরোনামে দুটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এগুলো গত ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশে যোগদানের উদ্দেশ্যে কর্মীদের ট্রেনে যাত্রার ছবি বলে দাবি করা হলেও এর কোনো ভিত্তি নেই। মূলত এগুলো হচ্ছে দুটি ভিন্ন বছরের বিশ্ব ইজতেমার পুরোনো ছবি। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।
ভাইরাল হওয়া ছবিদুটির প্রথম ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে এর মূল উৎস খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। ছবিটি হচ্ছে ফটোগ্রাফার পাভেল রহমানের তোলা একটি ছবি। ২০১১ সালে এপির কাছে এটি সাবমিট করা হয়। ছবিটির বর্ণনা থেকে জানা যায়, এটি ২০১১ সালে ঢাকার টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় যোগদান শেষে হাজার হাজার মুসল্লিদের ট্রেনে চড়ে বাড়ি ফেরার সময়ে তোলা। এই ছবি বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে।
দ্বিতীয় ছবিটিও রিভার্স ইমেজ অনুসন্ধান করে স্মিথসোনিয়ান ম্যাগাজিনের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, ছবিটি ২০২০ সালে তোলা একটি ছবি এবং এটি ১৮ তম বার্ষিক স্মিথসোনিয়ান ম্যাগাজিন ফটো প্রতিযোগিতায় দাখিল করা হয়েছিল। এটিও সে বছরের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ শেষে মুসল্লিদের ট্রেনে বাড়ি ফেরার ছবি। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের প্রতিবেদনটি দেখুন এখানে। অর্থাৎ দ্বিতীয় ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সম্মেলনের ঠিক আগের দিন ২১ অক্টোবর থেকে বাস ধর্মঘটের ডাক দেয় খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। কিন্তু বিএনপি দাবি করছে যে, তাদের সমাবেশকে বাধা দেয়ার জন্য এটি করা হয়েছে। এই ধর্মঘটের কারণে বিএনপির নেতা কর্মীদের সমাবেশস্থলে পৌঁছাতে অনেক ভোগান্তি পোহাতে হয়। এজন্য তাদের খুলনায় পৌঁছানোর জন্য বিকল্প যানবাহনের সাহায্য নিতে হয়। অনেক নেতাকর্মী ট্রেনে চড়ে খুলনা পৌছেছেন। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
খুলনায় বিএনপি-র বিভাগীয় সম্মেলনে উল্লেখযোগ্য জনসমাগম হলেও উল্লেখিত ছবিদুটো এই সমাবেশের নয়।
সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?