তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার ছবিটি এডিটেড, তথ্যগুলোও ভিত্তিহীন 

41
তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার ছবিটি এডিটেড, তথ্যগুলোও ভিত্তিহীন 
তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার ছবিটি এডিটেড, তথ্যগুলোও ভিত্তিহীন 

সম্প্রতি ফেসবুকের কিছু পোস্টে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ভারতে তাদের বৈঠক হয়েছে। ছবিটির ক্যাপশনে তুলসীর জবানীতে বলা হচ্ছে, ‘আমি আপনাকে কথা দিচ্ছি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন’।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, বৈঠকের ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করা হয়েছে।  এছাড়া ভুয়া এই ছবিকে জড়িয়ে ক্যাপশনে দেওয়া তথ্যগুলোও ভিত্তিহীন।

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তুলসী গ্যাবার্ড প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন গত ১৬ মার্চ। ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ বিষয়ে তার বক্তব্যের প্রেক্ষিতে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। এই সূত্র ধরে ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের গুজব ছড়িয়ে পড়েছে। 

তুলসীর সঙ্গে শেখ হাসিনার ছবির সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছবিতে তুলসীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৈঠক করতে দেখা যাচ্ছে। প্রতিবেদনের সূত্রমতে, গত ১৭ মার্চ তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। ভারতীয় অন্যান্য মিডিয়ার প্রতিবেদনেও এই ছবিটি যুক্ত রয়েছে। এই ছবিতে তুলসী গ্যাবার্ডের পোশাক এবং বসার ভঙ্গী ফেসবুকে ছড়ানো শেখ হাসিনার সঙ্গে তার ছবির সঙ্গে সাদৃশ্য রয়েছে। 

ফেসবুকে ছড়ানো ছবিটি থেকে শেখ হাসিনার ছবি ক্রপ করে রিভার্স ইমেজ সার্চে ইত্তেফাকের ২০২৩ সালের ৯ সেপ্টেম্বরের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে ভারতে ছিলেন। প্রতিবেদনের সঙ্গে নয়াদিল্লির ‘লোককল্যাণ মার্গে’ ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি যুক্ত আছে। এই ছবির শেখ হাসিনার সঙ্গে তুলসীর সঙ্গে ছড়ানো ছবিটির সাদৃশ্য রয়েছে। 

এই দুটি ছবি থেকে তুলসী এবং হাসিনার পোশাক ও বসার ভঙ্গি পর্যালোচনা করলে ফেসবুকে ছড়ানো ছবিটির অংশ হিসেবে ছবি দুটিকে শনাক্ত করা যায়। ছবিটিকে জুম করলে স্পষ্ট বোঝা যায় যে, নরেন্দ্র মোদির সঙ্গে তুলসী গ্যাবার্ডের ছবিটি থেকে নরেন্দ্র মোদির ছবি সরিয়ে শেখ হাসিনার ছবি বসানো হয়েছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। 

তুলসীর এবারের ভারত সফরে শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের কোন খবর ভারতীয় মিডিয়া অথবা আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়নি। ছবি পর্যালোচনায় এটিকে এডিটেড ছবি হিসেবে চিহ্নিত করার পর ছবির সঙ্গে ক্যাপশনে ব্যবহৃত বক্তব্যগুলোও মিথ্যা হিসেবে প্রতিপন্ন হয়।

অতএব, সমগ্র পর্যালোচনা শেষে ভাইরাল ছবিটিকে ‘বিকৃত’ হিসেবে চিহ্নিত করা হলো। 

Claim:
সম্প্রতি ফেসবুকের কিছু পোস্টে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ভারতে তাদের বৈঠক হয়েছে। ছবিটির ক্যাপশনে তুলসীর জবানীতে বলা হচ্ছে, ‘আমি আপনাকে কথা দিচ্ছি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন’। 

Claimed By:
facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh