৮ মার্চ ২০২২ তারিখে “রাতেই ইউক্রেন যুদ্ধে মার্কিন ১৬৭৯০ ঘাঁটি ধ্বংস। ইরান ক্ষেপনাস্ত্র হামলা শুরু” ক্যাপশনে ১০ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার হয়েছে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে। মূলত এই ক্যাপশনটি মিথ্যা।” বাস্তবে, ইউক্রেনে কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই। এছাড়াও পুরো ভিডিও জুড়ে বিভিন্ন পুরনো, অপ্রাসঙ্গিক এবং ভুল তথ্য এবং ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে যা চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নয়। সঙ্গত কারণেই তাই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
ভাইরাল ভিডিওটির ৯ সেকেন্ডে বলা হয়েছে, “ইউক্রেনে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি নিমেষেই ধ্বংস করে দিয়েছে রাশিয়া।“ ভিডিওটির ক্যাপশনেও উল্লেখ করা হয়েছে যে, “রাতেই ইউক্রেন যুদ্ধে মার্কিন ১৬৭৯০ ঘাঁটি ধ্বংস।” বাস্তবে, ইউক্রেনে কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী অন্তত ৮০ টি দেশে প্রায় ৭৫০ টি ঘাঁটি নিয়ন্ত্রণ করে।
ভিডিওর ২৮ সেকেন্ডে বলা হয়, “এই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কেন্দ্র করে প্রথমদিকে ইউক্রেন কে সমর্থন দিয়েছিল ৩০ দেশ। অপরদিকে রাশিয়াকে সমর্থন দিয়েছিল পাকিস্তান।“
বাস্তবে পাকিস্তান রাশিয়াকে আনুষ্ঠানিক কোনো সমর্থন দিয়েছিল বলে কোনো তথ্য পাওয়া যায় নি। বরং ইউক্রেনের আন্তর্জাতিক সীমান্ত থেকে হামলা বন্ধ করে রুশ সেনাদের সরিয়ে নিতে সাধারণ পরিষদের প্রস্তাবে ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ ভোট দিলেও বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তানসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল৷
ভিডিওর ৬ মিনিট ৫৬ সেকেন্ডে বলা হয়, “রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী নিহত। দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা বোরিস নেমৎসোভ।“ বাস্তবে বোরিস নেমৎসোভ মারা গিয়েছেন ২৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে। অর্থাৎ এটি একটি পুরনো খবর।
ভিডিওর ৮ মিনিট ৫৬ সেকেন্ডে বলা হয়, “দ্বিতীয় সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান। নূর-২ নামে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরানের ইসলামী গার্ড বাহিনী।“ অথচ উক্ত ভিডিওগুলোর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “ইরান ক্ষেপনাস্ত্র হামলা শুরু”।
উক্ত ভিডিওর ২৫, ২৭ এবং ১:৩৯ সেকেন্ডে যে তিনটি ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে সেগুলো সাম্প্রতিক নয়, পুরনো ভিডিও। বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও ক্লিপ এবং সেগুলোর স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে সেগুলো দেখুন এখানে, এখানে, এবং এখানে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?