‘শিশু সন্তানকে একা ফেলে ১০ দিনের ভ্রমণে মা’ — ক্যাপশনে ভিন্ন নারীর অন্য ভিডিও ভাইরাল

22
‘শিশু সন্তানকে একা ফেলে ১০ দিনের ভ্রমণে মা’ — ক্যাপশনে ভিন্ন নারীর অন্য ভিডিও ভাইরাল ‘শিশু সন্তানকে একা ফেলে ১০ দিনের ভ্রমণে মা’ — ক্যাপশনে ভিন্ন নারীর অন্য ভিডিও ভাইরাল

Published on: [post_published]

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে ১৬ মাসের শিশুকে তার মা দশ দিনের জন্য বাড়িতে একা রেখে ভ্রমণে যায়। বাড়ি ফিরে এসে দেখে শিশুটি মারা গেছে। এ ঘটনায় সেই মায়ের আদালতের রায়ে শাস্তি হয়। শাস্তির নমুনা দেখা যাচ্ছে উক্ত ভিডিও ফুটেজে। তবে ফ্যাক্টওয়াচ যাচাই করে দেখেছে ভাইরাল ভিডিওটি সন্তানের মৃত্যুতে মাকে শাস্তি দেয়ার কোনো ভিডিও নয়। বরং ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তার নাম ভ্যালেন্টিনা গ্লোরিয়া। মারাত্মক মানসিক অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেই সময়ে ভিডিওটি ধারণ করা হয়। অপরদিকে ১৬ মাসের শিশুকে বাড়িতে রেখে যেই মা ভ্রমণে গিয়েছিলেন তার নাম ক্রিসটেল ক্যানডেলারিও।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

বিষয়টি নিয়ে জানতে ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করা হয়। সেখান থেকে পাওয়া, “Jail Video Gloria DR18038106 3” শিরোনামে ভিডিওটি ৪ বছর আগে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আরও বিস্তারিত জানতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে গুগলে সার্চ করা হয়। জানা যায়, ভিডিওটি মুলত পাঁচ বছর আগের। এটি যুক্তরাষ্ট্রের এরিজোনা রাজ্যের ঘটনা। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার নাম ভ্যালেন্টিনা গ্লোরিয়া। যুক্তরাষ্ট্রের মিডিয়া আউটলেট ফিনিক্স নিউ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যালেন্টিনা সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন, যার প্রধান লক্ষণ হলো মানসিক অস্থিরতা, হ্যালুসিনেশন, এবং মিথ্যা ধারণা।

মূলত ডিসেম্বরে ২০১৮ সালে সেন্ট লুক হাসপাতালের মানসিক স্বাস্থ্য ইউনিটে ভ্যালেন্টিনা গ্লোরিয়ার চিকিৎসা   চলছিল। সেখানে দুইজন নার্সকে থুতু ও ঘুষি মারার জন্য তিনি অভিযুক্ত হয়েছিলেন। এরপরে তার বিরুদ্ধে দু’টি হামলার অভিযোগ আনা হয়েছিল। National Center on Disability and Journalism ওয়েবসাইটের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এখানে

প্রসঙ্গত, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন অস্ত্রধারী ভ্যালেন্টিনা গ্লোরিয়াকে বিছানায় শিকল দিয়ে আটকানোর চেষ্টা করছেন, তাঁর হাত ও গোড়ালি হাতকড়া দিয়ে বাঁধা। এ সময়ে ওই নারীকে চিৎকার করতেও শোনা যায়। হাতকড়া বেঁধে রাখার ঘটনা নিয়ে infosperber ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে আরও বিস্তারিত জানতে পারবেন এখানে

অন্যদিকে, ৬ জুন ২০২৩ তারিখে ১৬ মাসের কন্যা সন্তান জাইলিনকে বাড়িতে একা রেখে ১০ দিনের জন্য ডেট্রয়েট, মিশিগান আর পুয়ের্তো রিকো ঘুরতে যান মা ক্রিস্টেল ক্যান্ডেলারিও। ১০ দিন পরে বাড়ি ফিরে এসে দেখেন তার শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আমেরিকার ক্লিভল্যান্ডে। এ ঘটনায় ক্রিস্টেল ক্যান্ডেলারিওকে পুলিশ গ্রেপ্তার করে। আদালতে সন্তানকে হত্যার দায় স্বীকার করেন ক্রিস্টেল। সাজা হিসেবে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর ওয়েবসাইটে  ১৯ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত এক প্রতিবেদন থেকে বিস্তারিত জানুন এখানে

সুতরাং, সন্তানের মৃত্যুতে মায়ের শাস্তি ক্যাপশনে ভিন্ন ঘটনার ভিডিও পোস্ট করার কারণে দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.