ভিডিওটি গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে হাতাহাতির ঘটনার নয়

10
ভিডিওটি গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে হাতাহাতির ঘটনার নয় ভিডিওটি গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে হাতাহাতির ঘটনার নয়

Published on: [post_published]

সম্প্রতি ফেসবুকে ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ক্যাপশনে বলা হচ্ছে এটি জ্বালানি সচিবের সভা কক্ষে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলার সময় হাতাহাতির ভিডিও। ভিডিওর এই ক্যাপশনটি “মিথ্যা”। মূলত ভিডিওটি ৭ আগস্ট ২০২২ (রোববার) ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভার। উক্ত সভা চলাকালীন পূজা উদযাপন পরিষদের দুই কমিটির সদস্যরা কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে লিপ্ত হন।   

ফেসবুকে মিথ্যা ক্যাপশনে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ভাইরাল হওয়া মূল ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে একাধিক কী-ওয়ার্ডের মাধ্যমে গুগলে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধান থেকে জানা যায়, ৭ আগস্ট ২০২২ (রোববার) বেলা ১১টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভার।

প্রত্যক্ষদর্শীরা জানান, “নগরকান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের দুটি কমিটি। যার একটির সভাপতি বিধান বিশ্বাস ও অপরটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস। দুটি কমিটির জন্য বিভিন্ন সময় প্রশাসনিক ও সামাজিক জটিলতা তৈরি হয়। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই পক্ষকে নিয়ে আলোচনা সভার আয়োজন করেন। উদ্দেশ্য ছিল দুই পক্ষের বিবাদ মিটিয়ে সবার সাথে আলোচনা করে গ্রহণযোগ্য একটি কমিটি গঠন করা। সেই লক্ষ্যে আজ সভার আয়োজন করা হয়। কিন্তু সভা চলাকালীন বিধান বিশ্বাস ও মনোরঞ্জন বিশ্বাসের সমর্থকরা কথা কাটাকাটি থেকে শুরু করে হাতাহাতিতে লিপ্ত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপস্থিত আনসার সদস্যরা তাদের নিবৃত করেন। এর ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।“

উক্ত হাতাহাতির ঘটনা নিয়ে দুটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

 

উল্লেখ্য যে, সম্প্রতি দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া বাড়িয়ে সমন্বয় করতে ৬ আগস্ট ২০২২ (শনিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ের বৈঠকে বসেছেন গণপরিবহনের মালিক সমিতির শীর্ষ নেতারা। উক্ত বৈঠকে কোনো হাতাহাতির ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যায় নি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে একই দিনে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার যা ৭ আগস্ট ২০২২ তারিখ থেকে কার্যকর হচ্ছে। এর আগে, ৫ আগস্ট ২০২২ (শুক্রবার) রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়ে বর্তমানে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.