সম্প্রতি “ব্রাজিল দলের অনুশীলনে দুই ফরোয়াডের হাতাহাতি রিচার্লিসনের গলা চেপে ধরে থামালেন নেইমার!” – শিরোনামে একটি সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বহুল আলোচিত সংবাদটির সত্যতা নিয়ে ইতিমধ্যে একাধিক বিদেশী সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণ করে দেখিয়েছে যে ভাইরাল সংবাদটি মিথ্যা। মূলত ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়াস, রিচার্লিসন, নেইমার, দানি আলভেস ও লুকাস পাকুয়েতা নিজেদের মধ্যে মজা করেছেন। সেই ঘটনারই একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছিল “ভিনিসিয়াস ও রিসার্লিসন মারামারিতে জড়িয়েছে”। পরিপূর্ণ তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে ফেসবুকে এসকল সংবাদগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
উল্লেখ্য, ইতিমধ্যে কিছু সংবাদমাধ্যম তাদের সংবাদে সংশোধনী নিয়ে এসেছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
বহুল আলোচিত সংবাদটির বিস্তারিত জানতে টুইটারে অনুসন্ধান করলে দেখা যায় সেখানেও বৈশ্বিক ফুটবলপ্রেমীদের মাঝে “ভিনিসিয়াস ও রিসার্লিসন মারামারি” বিষয়ক সংবাদটি বেশ শোরগোল ফেলেছে। অনুশীলন মাঠে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটি স্থিরচিত্রকে উৎস ধরে সংবাদটি দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে ক্রীড়াপ্রেমীরা সংবাদটির বিপক্ষে নানা তথ্য-উপাত্ত পরিবেশন করতে শুরু করে। স্থিরচিত্রটি দেখুন নিচে।
স্থিরচিত্রটির বিপক্ষে পরিবেশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভিনিসিয়াস, রিচার্লিসন, নেইমার, দানি আলভেস ও লুকাস পাকুয়েতা নিজেদের মধ্যে হাস্যরস করছেন। টুইটারে প্রকাশিত ভিডিও ফুটেজটি দেখুন এখানে। পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধিক আন্তর্জাতিক সাইট থেকে ফ্যাক্ট-চেকিং শুরু হয়। সাইটগুলো তাদের প্রতিবেদনে “ভিনিসিয়াস ও রিসার্লিসন মারামারি” বিষয়ক সংবাদটিকে সম্পূর্ণ গুজব সাব্যস্ত করেছে। প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে। বিষয়টি সবিস্তার জানতে ব্রাজিলিয়ান খেলোয়াড় রিচার্লিসনের ভ্যারিফাইড Instagram আইডিতে যেয়ে দেখা যায়, “ভিনিসিয়াস ও রিসার্লিসন” মারামারি ক্যাপশনে যেই ছবিটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে ঠিক সেই ছবিটি নিজের আইডিতে শেয়ার করেছেন। রিচার্লিসনের শেয়ারকৃত ছবিটির নিচে ব্রাজিলিয়ান খেলোয়াড় নেইমার, দানি আলভেস ও লুকাস পাকুয়েতার কমেন্ট এ বিষয়টি আরও পরিস্কার করেছে যে ভাইরাল সংবাদটি নিয়ে তারা নিজেরাও বেশ অবগত এবং তাদের নিজেদের মধ্যে কোনোপ্রকার বিরূপ সম্পর্কের আভাস নেই সেখানে। স্ক্রিনশট দেখুন নিচে।
সুতরাং সকল তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে ফ্যাক্টওয়াচ এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পেয়েছে যে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মারামারির বিষয়টি নিছক মজা করার ঘটনা ছিল।
একাধিক সংবাদমাধ্যম বিষয়টিকে মারামারির ঘটনা ধরে নিয়ে সংবাদ পরিবেশন করেছে। যে কারণে এসকল সংবাদগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা চিহ্নিত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?