সম্প্রতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের মদের টেবিলে বসে থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে ছবিটি বিকৃত। মূল ছবির সাথে একটি টেবিলের ছবি জুড়ে দিয়ে বুঝানো হচ্ছে সে মদের বোতল নিয়ে বসে আছে।
ভাইরাল ছবির সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে, “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শেরপুর জেলা” নামে একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ছবি পাওয়া যায়।
উপরোক্ত ছবির সাহায্যে পুনরায় অনুসন্ধান করা হলে, Md. Nurul Haque নামে আরেকটি পেজ থেকেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়। “ঝুঁকি না নিলে জীবনে সফল হওয়া যায় না।ঝুঁকি নাও হয় জিতবে,না হয় শিখবে।” এমন ক্যাপশনে ১০ জানুয়ারি রাত ১২ টা ২৫ মিনিটে ছবিটি প্রকাশিত হয়।
ভাইরাল ছবির সাথে উক্ত ছবির তুলনা করলে দেখা যাচ্ছে সবুজ চিহ্নিত জায়গায় অন্য একটি টেবিলের ছবি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বসিয়ে দেয়া হয়েছে। মূল ছবিতে মদ বা এমন কোনো টেবিল দেখা যাচ্ছে না।
এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, এখান থেকে বিভিন্ন সময় নূরুল হক নূরের লাইভসহ অনেক সংবাদ সম্মেলনের ভিডিও প্রকাশিত হয়েছে এবং পেজটির লাইকও অনেক। তবে পেজটি তার অফিসিয়ালি ভেরিফাইড ফেসবুক পেজ নয়। কিন্তু এটি নিশ্চিত করেই বলা যাচ্ছে, ভাইরাল ছবিটি এই ছবিটিকেই বিকৃত করে তৈরি করা হয়েছে।
তাই ফ্যাক্টওয়াচের সার্বিক বিবেচনায় ছবিটিকে “বিকৃত” চিহ্নিত করা হচ্ছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?