ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কি গ্রেফতার?

24
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কি গ্রেফতার? ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কি গ্রেফতার?

Published on: [post_published]

‘‘এইমাত্র পাওয়া ! গ্রেফতার ভিপি নূর’’-এমন একটি সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ফেসবুকের বাইরে অন্য কোনো সংবাদ মাধ্যমেও এই সংবাদটি পাওয়া যায়নি। সর্বোপরি, নুরুল হক নুর নিজের ফেসবুক একাউন্ট  থেকে জানাচ্ছেন, তাকে কেউ গ্রেফতার করেনি।

গুজবের উৎস

ভাইরাল কয়েকটা পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে




ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

আলোচ্য সংবাদের সাথে ২২ মিনিটের একটি ভিডিও ও ভাইরাল হয়েছে। ভিডিওতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি মিছিল, সেই মিছিলে পুলিশের বাধা এবং অবরুদ্ধ অবস্থায় মিছিলকারীদের স্লোগান দিতে দেখা যাচ্ছে। এসব স্লোগানের মধ্যে খালেদা জিয়া, তারেক এবং নোমান এর নাম বারবার শোনা যায়। তবে একবারের জন্যও নুরুল হক নুরু’র নাম শোনা যায়নি।

আলোচ্য ভিডিওর মূল উৎস খুজে পেতে ফ্যাক্টওয়াচ ব্যর্থ হয়েছে। তবে এই ভিডিওটাই  কেবলমাত্র বিএনপির বিক্ষোভ মিছিল উত্তাল ঢাকার রাজপথ শিরোনামে ফেসবুকে আজই প্রচারিত হয়েছে।

ফেসবুকের বাইরে অন্য কোনো সংবাদমাধ্যমে ভিপি নুর এর গ্রেফতার এর কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, নুরুল হক নুর বাংলাদেশের একজন ছাত্রনেতা । তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ২০২০ সালে ২১ সেপ্টেম্বর নূরসহ সাত জনকে আটক করার কয়েক ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। নূরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের মামলা করেছিল। সেই মামলার বিরুদ্ধে শাহবাগে বিক্ষোভ করছিলেন নুরুল হক নুর ও সাধারণ ছাত্র পরিষদ নামে তার সংগঠনের সদস্যরা। সেই বিক্ষোভ চলাকালীন তাদের আটক করা হয় এবং কিছুক্ষন পর মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

এদিকে , নুরুল হক নূর  তার আনভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে ২১শে আগস্ট রাত ১১ টার একটু পর ফেসবুক লাইভে এসে জানিয়েছেন , তাকে গ্রেফতার করার খবরটি গুজব। তিনি সূস্থ আছেন, নিরাপদে আছেন।

তাই ,সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই খবরটিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.