‘‘এইমাত্র পাওয়া ! গ্রেফতার ভিপি নূর’’-এমন একটি সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ফেসবুকের বাইরে অন্য কোনো সংবাদ মাধ্যমেও এই সংবাদটি পাওয়া যায়নি। সর্বোপরি, নুরুল হক নুর নিজের ফেসবুক একাউন্ট থেকে জানাচ্ছেন, তাকে কেউ গ্রেফতার করেনি।
আলোচ্য সংবাদের সাথে ২২ মিনিটের একটি ভিডিও ও ভাইরাল হয়েছে। ভিডিওতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি মিছিল, সেই মিছিলে পুলিশের বাধা এবং অবরুদ্ধ অবস্থায় মিছিলকারীদের স্লোগান দিতে দেখা যাচ্ছে। এসব স্লোগানের মধ্যে খালেদা জিয়া, তারেক এবং নোমান এর নাম বারবার শোনা যায়। তবে একবারের জন্যও নুরুল হক নুরু’র নাম শোনা যায়নি।
আলোচ্য ভিডিওর মূল উৎস খুজে পেতে ফ্যাক্টওয়াচ ব্যর্থ হয়েছে। তবে এই ভিডিওটাই কেবলমাত্র বিএনপির বিক্ষোভ মিছিল উত্তাল ঢাকার রাজপথ শিরোনামে ফেসবুকে আজই প্রচারিত হয়েছে।
ফেসবুকের বাইরে অন্য কোনো সংবাদমাধ্যমে ভিপি নুর এর গ্রেফতার এর কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, নুরুল হক নুর বাংলাদেশের একজন ছাত্রনেতা । তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ২০২০ সালে ২১ সেপ্টেম্বর নূরসহ সাত জনকে আটক করার কয়েক ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। নূরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের মামলা করেছিল। সেই মামলার বিরুদ্ধে শাহবাগে বিক্ষোভ করছিলেন নুরুল হক নুর ও সাধারণ ছাত্র পরিষদ নামে তার সংগঠনের সদস্যরা। সেই বিক্ষোভ চলাকালীন তাদের আটক করা হয় এবং কিছুক্ষন পর মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।