যা দাবি করা হচ্ছেঃ তামিমকে ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দিতে বলেছেন ওয়াসিম আকরাম।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি বিভ্রান্তিকর। ওয়াসিম আকরাম পাকিস্তানি ক্রিকেটার আবদুল্লাহ শফিককে ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দিতে বলেছিলেন। তাছাড়া, ফেসবুকে ছড়িয়ে পড়া পোষ্টগুলোতে যেই ফটোকার্ডটি ব্যবহার করা হয়েছে সেটা মূলত আরটিভির একটি ফটোকার্ড। এই ফটোকার্ডটিও একই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছিল যা এর বিস্তারিত অংশে গিয়ে নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ, “ওকে বলে দিন ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দিতে”- মন্তব্যটি ওয়াসিম আকরাম তামিম ইকবালকে উদ্দেশ্য করে করেননি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ব্যবহার করে শুরুতেই রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। তাতে দেখা যায়, ফটোকার্ডটি গত ০৯ মার্চ আরটিভির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছিল। ফ্যাক্টওয়াচ টিম, আরটিভি থেকে প্রচারিত এই ফটোকার্ড ও ভাইরাল ফটোকার্ডের মধ্যে সাদৃশ্যতা খুঁজে পায়।
পরবর্তী সময়ে আরটিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা মূল ফটোকার্ডের কমেন্ট সেকশনে যুক্ত করা বিস্তারিত প্রতিবেদন অনুসন্ধান করে দেখা হয়। সেখান থেকে জানা যায়, চলমান পিএসএল-৯ এর ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচে বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের সাধারণ এক ক্যাচ নিয়ে বেশ উদযাপন করেছিলেন লাহোর কালান্দার্সের ব্যাটার আব্দুল্লাহ শফিক। শফিক গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ থাকতে বলেছিলেন। যা সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের কাছে অভিনয় মনে হয়েছিল।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায় যে, পাকিস্তানের এ স্পোর্টস এর ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে ম্যাচ পরবর্তী আলোচনায় ওয়াসিম আকরাম শফিককে উদ্দেশ্য করে বলেন, “এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিল! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত”।
‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে ওয়াসিম আকরামের সাথে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক তিন অধিনায়ক মোহাম্মদ হাফিজ, আজহার আলী, মিসবাহ-উল-হক ও উপস্থাপক ফখর আলম। এই অনুষ্ঠানে ওয়াসিম আকরাম ২৩ মিনিট ৩০ সেকেন্ড থেকে ২৪ মিনিট ৯ সেকেন্ড অবধি পাকিস্তানি ক্রিকেটার আবদুল্লাহ শফিককে নিয়ে কথা বলেন। যেখানে তিনি শফিককে উদ্দেশ্য করে মন্তব্য করেন, “এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিল! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত”। যা প্রমাণ করে ওয়াসিম আকরাম তামিমকে নয়, আবদুল্লাহ শফিককে উদ্দেশ্য করে মন্তব্যটি করেন।
পরবর্তিতে, মন্তব্যটির যথার্থতা যাচাইয়ের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে, দেশীও এবং আন্তর্জাতিক গণমাধ্যমে মন্তব্যটি খুঁজে পাওয়া যায়।
সকল দেশী-বিদেশী গনমাধ্যম ও ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানের অফিসিয়াল ইউটিউবের তথ্য বিশ্লেষন করে দেখা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে ওয়াসিম আকরাম তামিম ইকবালকে নিয়ে কোনো মন্তব্য করেননি। ওয়াসিম আকরামের “ওকে বলে দিন ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দিতে” এই মন্তব্যটির সাথে তামিম ইকবালের কোনো সম্পৃক্ততা নেই।
তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরালপোষ্টগুলো বিভ্রান্তিকর।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh