ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ওয়াসিম আকরামের নামে ভুয়া মন্তব্য

19
ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ওয়াসিম আকরামের নামে ভুয়া মন্তব্য ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ওয়াসিম আকরামের নামে ভুয়া মন্তব্য

Published on: [post_published]

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরামের নামে একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচের পর ওয়াসিম আকরাম বলেছেন, “ICC টুর্নামেন্টের আয়োজন করেছেন কেন? সরাসরি ট্রফিটা ইন্ডিয়াকে দিয়ে দেন। ইন্ডিয়াও ট্রফিটা নিয়ে যাক।” তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ওয়াসিম আকরাম বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যে অনুষ্ঠিত হওয়া টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ নিয়ে এ ধরণের কোনো মন্তব্য করেননি।

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ওয়াসিম আকরামের এমন মন্তব্যের সত্যতা জানতে বিভিন্ন কী-ওয়ার্ড নিয়ে গুগল সার্চ করা হয়। এসকল কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিভিন্ন ইউটিউব ভিডিওর লিংক পাওয়া যায়। দেখা যাচ্ছে, ভিডিওগুলো “ওয়াসিম আকরাম: ICC টুর্নামেন্টের আয়োজন করেছেন কেন? সরাসরি ট্রফিটা ভারতকে দিয়ে দিলেই হয়!” এ ধরনের শিরোনাম ব্যবহার করেছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে। ভিডিওগুলোর শুরুর কয়েক সেকেন্ড অংশে ওয়াসিম আকরামের একটি মন্তব্য জুড়ে দেয়া হয়েছে। সেখানে ওয়াসিম আকরামকে বলতে শোনা যাচ্ছে, আইসিসি সারা ক্রিকেট বোর্ড মিলে বানানো হয়েছে, স্বতন্ত্রভাবে আইসিসি ক্ষমতাহীন (বাংলা অনুবাদ)। এরপরে ভিডিও তে ন্যারেটরের ভয়েস ব্যবহার করা হয়েছে। সেখানে ওয়াসিম আকরামের নামে বলা হচ্ছে যে, তিনি বলছেন আইসিসি টুর্নামেন্টের আয়োজন করেছেন কেন? সরাসরি ট্রফিটা ভারতকে দিয়ে দিলেই হয়!”

আইসিসি নিয়ে ওয়াসিম আকরামের ৪ সেকেন্ডের যে বক্তব্য ভিডিওগুলোতে দেখা গেছে, তার সূত্র ধরে ইউটিউবে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করা হয়। আইসিসি নিয়ে ওয়াসিম আকরাম কি বলেছেন? বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার অনুষ্ঠিত হয়ে যাওয়া টি-টুয়েন্টি ম্যাচ নিয়ে তাঁর কোনো মন্তব্য আছে কি-না সেগুলো নিয়ে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে।

এক পর্যায়ে A sports নামের একটি ইউটিউব চ্যানেলে The Pavilion 🇮🇳 India vs Bangladesh 🇧🇩 | Post-Match Analysis শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। যে ভিডিওটিতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব মালিক ও মেসবাহ উল হককে ক্রিকেট সম্পর্কীয় বিভিন্ন আলোচনা করতে দেখা যায়।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানী উপস্থাপক ফখর এ আলম A sports নামের এই চ্যানেলে একটি ক্রিকেটীয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন। যেখানে পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড়েরা ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রদান করেন।

অনুসন্ধানে দেখা যায়, ২ নভেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ বনাম ভারতের মাঝে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যথারীতি সে ম্যাচ শেষে উপস্থাপক ফখর এ আলম ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব মালিক ও মেসবাহ উল হককে বিভিন্ন প্রশ্ন করেন। সাবেক এ ক্রিকেটাররা পর্যায়ক্রমে বিভিন্ন উত্তর দিতে থাকেন। বলাবাহুল্য, বাংলাদেশ ও ইন্ডিয়ার কোন খেলোয়াড় কেমন পারফর্ম করেছেন, কিভাবে আরও ভাল করতে পারতো তাঁদের আলোচনার মূল বিষয়বস্তু ছিলো এটি। অনুষ্ঠানটি দেখুন এখানে।

১ ঘণ্টা ১৩ মিনিটের পুরো অনুষ্ঠানটির শেষের কিছু মিনিট দর্শকদের প্রশ্নের জন্য বরাদ্দ থাকে। উপস্থিত সাবেক খেলোয়াড়েরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন। অনুষ্ঠানটির ৬০ মিনিট অংশে জনৈক ক্রিকেট ভক্ত সঞ্চালকের কাছে প্রশ্ন করেন, কবে আইসিসি কর্তপক্ষ সকল ক্রিকেট টিমকে সমান চোখে দেখবে? (অনুবাদ)। এই প্রশ্নের জবাবে ওয়াসিম আকরাম বলেন আইসিসি সকল ক্রিকেট বোর্ডের সমন্বয়ে গঠিত। স্বতন্ত্রভাবে আইসিসি ক্ষমতাহীন। বিভিন্ন দেশ থেকে কিছু বছর পর পর আইসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়। (অনুবাদ)। এখানে ওয়াসিম আকরাম পক্ষে-বিপক্ষে কিছু বলেনি।

সুতরাং, ওয়াসিম আকরামের ৪ সেকেন্ডের এই বক্তব্যটিকেই পরবর্তীতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ব্যবহার করা হয়েছে এবং যার সাথে ভয়েস ব্যবহার করে দাবি করা হচ্ছে, ওয়াসিম আকরাম বাংলাদেশ ভারতের ম্যাচের পরে এই বিতর্কিত মন্তব্যটি করেছেন।

বাংলাদেশ ভারতের ম্যাচটির পরে আম্পায়ারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বেশকিছু বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান পত্রিকা আনন্দবাজার তাঁদের একটি প্রতিবেদনে জানিয়েছে যে, “ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তোলার দায়িত্ব নাকি নিয়েছে স্বয়ং আইসিসি। এমনটাই অভিযোগ তুলছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে ভারতীয় দলকে বাড়তি সুবিধা করে দিচ্ছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। বাংলাদেশের বিরুদ্ধে ভারত জেতার পরেই পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন আফ্রিদি।“ প্রতিবেদনটি দেখুন এখানে

এখানে লক্ষণীয় যে, শহিদ আফ্রিদি বাংলাদেশ ভারতের ম্যাচের পরে কি মন্তব্য করেছে তা নিয়ে ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে প্রতিবেদন হয়েছে। তবে ওয়াসিম আকরামের কোনো মন্তব্য নিয়ে কোনো প্রতিবেদন কোথায় প্রকাশিত হয়নি।

সঙ্গত কারণে ওয়াসিম আকরামের নামে ভাইরাল মন্তব্যগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” প্রমাণিত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.