সম্প্রতি “বাংলাদেশের জন্য ভারতের তৈরী নতুন ফাঁদ! পানির বাঁধের নতুন আধুনিক সুইচ গেইট” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, পানি বাঁধের স্লুইস গেটটি জাপানের ইয়াহাগি (Yahagi) নদীমুখে অবস্থিত। ১৯৭০ সালে জাপান সরকার বাঁধটির নির্মাণ কাজ শেষ করে। ইয়াহাগি বাঁধের পানি নিষ্কাশনের ভিডিওটি বর্তমানে ভারতের স্লুইস গেট হিসেবে প্রচার করা হচ্ছে, যে কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সুতরাং এই ক্যাপশনটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে রিভার্স ইমেজ সার্চ করা হলে, Kao3541 নামের একটি ইউটিউব চ্যানেলে ২ ডিসেম্বর ২০১৩ তারিখে 矢作ダム放流開始 ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন এখানে।
এই ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির মিল দেখা যায়। পরবর্তীতে উক্ত ক্যাপশনটির ইংরেজি অনুবাদ দিয়ে কী-ওয়ার্ড সার্চ করলে দেখা যায়, সুইচ গেটটি জাপানের ইয়াহাগি (Yahagi) নদীমুখে অবস্থিত। ১৯৬২ সালে জাপান সরকার গেটটির নির্মাণ কাজ শুরু করে এবং ১৯৭০ সালে গেটটির নির্মাণ কাজ শেষ হয়। গেটটি সম্পর্কে বিস্তারিত তথ্য পড়ুন এখানে।
সুতরাং জাপানের ইয়াহাগি নদীতে অবস্থিত বাঁধটিকে ভারতের তৈরি বাঁধ এই দাবিটি “মিথ্যা”।
সুতরাং এ সকল ক্লিকবেইট ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?