যা দাবি করা হচ্ছে: বেশকিছু দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, মদের খালি বোতলের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে কোটা আন্দোলনকারীদের রুম থেকে উদ্ধার করা হয়েছে।
যা আসলে ঘটেছে: গত ১৭ জুলাই ২০২৪ এ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন কয়েকটি রুম থেকে বেশকিছু দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, মদের খালি বোতল উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীরা। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, এবং মদের বোতলের বেশকিছু ছবি “শিক্ষার্থীবান্ধব শাবিপ্রবি চাই” নামক একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করেন শিক্ষার্থীরা। তাছাড়া, বেশকিছু সংবাদমাধ্যমও উক্ত ছবিগুলো ব্যবহার করে এই মর্মে সংবাদ প্রকাশ করেছে যে, শাবিপ্রবির শাহপরান হলে ছাত্রলীগের রুমগুলো থেকে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, এবং মদের খালি বোতল উদ্ধার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অতএব, শাবিপ্রবির শাহপরান হলে ছাত্রলীগের রুম থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের ছবিকে ঢাবির শহীদুল্লাহ হলে কোটা আন্দোলনকারীদের রুম থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের ছবি বলে দাবি করায় ফ্যাক্টওয়াচ সেইসব দাবি সংবলিত পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
অনুসন্ধান:
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যে ছবিটিকে ঢাবির শহীদুল্লাহ হলের কোটা আন্দোলনকারীদের রুম থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের ছবি বলে প্রচার করা হচ্ছে তার সত্যতা যাচাই করতে গিয়ে আমরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় আন্দোলনের সাথে সম্পৃক্ত “শিক্ষার্থীবান্ধব শাবিপ্রবি চাই” নামক একটি ফেসবুক পেইজ থেকে শেয়ারকৃত বেশকিছু ছবি খুঁজে পাই। উক্ত ছবিগুলোর মাঝে একটি ছবি পাওয়া গেছে, যার সাথে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির বেশ মিল রয়েছে। “শিক্ষার্থীবান্ধব শাবিপ্রবি চাই” নামক ফেসবুক পেইজটি থেকে শেয়ারকৃত ছবিগুলোর সাথে সম্পৃক্ত পোস্টে বলা হয়েছে, “শাবিপ্রবির শাহপরান হলে ছাত্রলীগের বিভিন্নরুম থেকে উদ্ধারকৃত দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র ও মদের বোতল। শাহপরান হলকে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগমুক্ত করেছে।”
এরপর আমরা এই সংক্রান্ত কোন সংবাদ খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে বেশকিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে বেশ কয়েকটি সংবাদমাধ্যম কর্তৃক প্রকাশিত সংবাদ পাওয়া গেছে। আজকের পত্রিকা, দৈনিক ইত্তেফাক, ঢাকা পোস্ট, কালবেলা, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস, দৈনিক জালালাবাদের মতো সংবাদমাধ্যমগুলো এই মর্মে খবর প্রকাশ করেছে যে, গত ১৭ জুলাই ২০২৪ এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির শাহপরান হলে ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন রুমগুলো থেকে বেশকিছু দেশীয় অস্ত্রশস্ত্র, লাটিসোটা, এবং খালি মদের বোতল উদ্ধার করেছে এবং হলকে ছাত্রলীগমুক্ত করেছে। উক্ত সংবাদমাধ্যমগুলো “শিক্ষার্থীবান্ধব শাবিপ্রবি চাই” নামক ফেসবুক পেজ থেকে শেয়ারকৃত ছবিগুলো থেকে বেশকিছু ছবি তাদের প্রতিবেদনে ব্যবহার করেছে।
অতএব, উপরের আলোচনা থেকে বিষয়টি স্পষ্ট বুঝা যাচ্ছে যে, শাবিপ্রবির শাহপরান হলে ছাত্রলীগের নেতাদের রুম থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের ছবিকে ঢাবির শহীদুল্লাহ হলে কোটা আন্দোলনকারীদের রুম থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের ছবি বলে প্রচার করা হচ্ছে।
একই বিষয়ে আজকের পত্রিকা’র একটি ফ্যাক্ট-চেকিং প্রতিবেদন পড়ুন এখানে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টগুলোর দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।