যুগান্তরের লোগো ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট ভাইরাল

Published on: April 6, 2021

৬ এপ্রিল ২০২১ তারিখে যুগান্তরের লোগো ব্যবহৃত একটি খবরের স্ক্রিনশট  ফেইসবুকে ভাইরাল হয়েছে। স্ক্রিনশটের খবরের শিরোনামটি হচ্ছে ‘আমি মিথ্যা বলেছি, অবশেষে কেঁদে কেঁদে ক্ষমা চাইলো অভিযোগকারী সেই ছেলে।‘ অথচ স্ক্রিনশটে খবরের তারিখ উল্লেখ আছে ৫ এপ্রিল ২০১৮। যুগান্তরের ওয়েবসাইটেও উক্ত শিরোনামে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখে গেছে, উক্ত তারিখ এবং সময়ে দৈনিক পত্রিকা যুগান্তরের ওয়েবসাইটে অন্য একটি খবর প্রকাশিত হয়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটটি একটি ফেইসবুক লাইভ ভিডিও থেকে নেয়া হয়েছে, যেখানে  একটি ছেলে নিজেকে জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান পরিচয় দিয়ে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের মহাসচিব মাওলানা মামুনুল হক কে নিয়ে বক্তব্য দিয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন একাউন্ট থেকে শেয়ার হয়েছে এবং সংবাদমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়ে উঠেছে।


তথ্যসূত্র

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

Leave a Reply