Published on: June 27, 2020
|

গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব হয়। এই ছবিটি মূলত একজন মিশরীয় নাগরিক আহমেদ জামিল খলিল ও তার মেয়ে জুমানার, তুলেছেন ফটোগ্রাফার ফারিদ কোতব। তিনি ঈদের দিন ফেইসবুকে ছবিটি প্রকাশ করলে সেটি তীব্রতার সাথে ছড়িয়ে পড়ে সর্বত্র। আহমদ খলিল অর্থের অভাবেই রাস্তায় রাস্তায় ঘোরেন তিন বছরের মা হারা মেয়েশিশুকে নিয়ে। এমনকি কন্যা অপহরণের ঝুঁকি এড়াতে ঘুমান নজরদারি ক্যামেরা নিচে কিংবা যেখানে পুলিশ প্রহরী রয়েছে।
আল-জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায় বিপুল সংখ্যক জনসাধারনের সহযোগিতা ছাড়াও সামাজিক-সংহতি মন্ত্রী আহমদকে মাসিক ভাতা, একটি কাজের সুযোগ ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দেন। যদিও মাস্ক পরা মেয়েটি কি করোনায় আক্রান্ত ছিল কিনা সে বিষয়ে কোন তথ্য কোথাও প্রকাশিত হয়নি।
তথ্য সংগ্রহের উৎসগুলো আরবি ভাষায় হওয়ায় আমরা গুগল ট্রান্সলেটরের সাহায্য নেই। করোনা মহামারির সাথে কোনপ্রকার সম্পৃক্ততা না থাকায় উল্লিখিত আর্টমিস্ত্রী পেইজ বা অন্য যেকোন খানে এই অপতথ্য প্রচারিত হলে তা রিপোর্ট করবার অনুরোধ করা হলো।


তথ্যসূত্র
এ বিষয়ে আরও পড়ুন এখানে
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|