করোনা রোগীদের জন্য ‘ক্ষুদে হাসপাতাল’ গড়লেন চট্টগ্রামের ইকবাল

Published on: June 10, 2020 

চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার মোহরা এলাকার হামিদ চরে একটি ক্ষুদে হাসপাতাল গড়ে তুলেছেন ৩৪ বছর বয়সী যুবক ইকবাল হোসেন।স্থানীয় সূত্রে যায়, গাউসিয়া আহমদিয়া শাহজী (র.) মাদ্রাসার জন্য ভাড়া দেওয়া একটা কক্ষ ও এলাকার যুবকদের সংগঠনের জন্য দেওয়া একটি কথা কক্ষ নিয়ে গড়ে তুলেছেন তিনি এই চিকিৎসাসেবা কেন্দ্র। সেখানে রয়েছে ৫ টি বেড, ৩ টি অক্সিজেন সিলিন্ডার, ১ টি নেবুলাইজার মেশিন, থার্মাল স্ক্যানার, প্রেশার মেশিন, ডায়াবেটিক মাপার মেশিনসহ জরুরি চিকিৎসা সামগ্রী। সার্বক্ষণিক চিকিৎসা দেবার জন্য থাকবেন দুই/তিনজন ডাক্তার এবং নার্স। এর পাশাপাশি ‘হ্যালো মোহরা’ নামক একটি সংগঠনের ডাক্তাররাও চিকিৎসা দেবেন এই ক্ষুদে হাসপাতালে।

ব্যক্তিগত অর্থায়নে এমন উদ্যোগের উদ্দেশ্য করোনা মহামারিতে এলাকাবাসীর ন্যুনতম প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা। গত মার্চে বাংলাদেশে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই সাধারণ মানুষের জন্য একের পর এক উদ্যোগ নিয়েছেন ইকবাল। কর্মহীন, গরীব ও অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। এই দূর্যোগে যেখানে দেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল যখন একের পর এক করোনা এবং অন্যান্য রোগে আক্রান্তমানুষকে ফিরিয়ে দিচ্ছে, তখন ব্যক্তিগত উদ্যোগে ইকবাল স্থাপন করলেন এই অনন্য দৃষ্টান্ত। স্ব-অর্থায়নে গড়ে তোলা হাসপাতালটি বর্তমানে চালু হওয়ার অপেক্ষায় আছে।

তথ্যসূত্র

চট্টগ্রাম প্রতিদিন

 

Leave a Reply