নিরপেক্ষতা নীতিনিরপেক্ষতা নীতি ফ্যাক্টওয়াচ-এর কোনরকম রাজনৈতিক পক্ষপাত নেই। আমরা স্বীকার করি যে, আমাদের প্রত্যেক সদস্যের নিজস্ব রাজনৈতিক ও ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিন্তু তারা অবশ্যই বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই প্রতিটি ফ্যাক্ট-চেক পরিচালনা ও প্রতিবেদন তৈরি করার জন্য তাদের অবশ্যই একটি স্বচ্ছ এবং ব্যাখ্যামূলক পদ্ধতি অনুসরণ করতে হয়। আমাদের কার্যপ্রণালী এমনভাবে কাঠামোবদ্ধ, যেখানে কোন প্রতিনিধির ব্যক্তিগত পক্ষপাত বা একপেশে ভাব প্রকাশের সুযোগ নেই। প্রতিটি তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বিশ্লেষণী পদ্ধতি অনুসরণ করা হয়। এককভাবে কোনো প্রতিবেদক একটি প্রতিবেদনের তথ্যসংগ্রহ, রচনা ও যাচাইয়ের দায়িত্ব পালন করেন না। এটি দলগত প্রক্রিয়া। এ কারণেই ফ্যাক্টওয়াচে একটি গবেষণা দল যুক্ত থাকে, যাদের কাজ প্রতিটি তথ্য যাচাই প্রক্রিয়ার বৈজ্ঞানিক পরিবেশন নিশ্চিত করা। সম্ভাব্য স্বার্থ-দ্বন্দ্ব এড়াতে আমরা কোন রাজনৈতিক ও পক্ষসমর্থক সংস্থার সাথে সদস্যগণের সক্রিয় সম্পৃক্ততাকে নিরুত্সাহিত করি । আমরা এধরণের কোন উত্স থেকে আর্থিক সাহায্য বা অনুদান ও গ্রহণ করি না। নিরপেক্ষতা নিশ্চিত করতে ফ্যাক্টওয়াচ প্রতিনিধিদের অবশ্যই নিম্নলিখিত শর্তাবলী মেনে চলতে হবে:
আমরা যেভাবে সম্মতি নিশ্চিত করি নির্দলীয় নীতিমালা পালন করা হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য আমরা সদস্য নিয়োগের পূর্বে তাদেরকে এ বিষয়ে অবহিত করি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যাক্তিগত কার্যক্রম দেখে নেই। এছাড়া নিয়োগের পর দলের প্রত্যেক সদস্যদের এ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়। ফ্যাক্ট চেকিং এর পূর্বে শিক্ষার্থী ফ্যাক্ট-চেকার এবং শিক্ষানবিশদের ওরিয়েন্টেশনের অংশ হিসেবে এবিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রতিষ্ঠাতা সম্পাদক এবং প্রধান গবেষকের নেতৃত্বাধীন ত্রৈমাসিক পর্যালোচনার মাধ্যমে ফ্যাক্ট ওয়াচের সকল কর্মী একটি নিরপেক্ষ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান হিসেবে আমাদের মৌলিক নীতিমালাগুলি সমুন্নত রাখা হচ্ছে কি না তার পর্যালোচনা করা হয়।
|
Non-Partisanship PolicyFactWatch does not serve any partisan political agenda. We recognize that while every team member may have their own political views and personal opinions, they must uphold our commitment to objectivity and neutrality. This is why there is a clear and binding procedure they must follow in conducting and reporting every single fact-check. To avoid personal biases or preferences from influencing our reports, we adhere to one standard procedure for all our fact checks. We take an analytical approach where every fact check is a team effort. Fact finding, research, assessment, or reporting is never done single handedly by any team member. It is always a team effort. This is why we emphasize research so that we can present the fact checking process in a scientific manner. To avoid potential conflicts of interest, we do not encourage our team members to get attached to any political or policy positions. Neither do we accept donations from any such sources. FactWatch team members must adhere to the following conditions to ensure non-partisanship:
How We Ensure Compliance |