ব্যারিস্টার মওদুদ আহমেদ কি মারা গেছেন?

Published on: January 7, 2021 

গতকাল (৬ জানুয়ারি, ২০২০) কয়েকটি অনলাইন পোর্টালে “ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই” শিরোনামে প্রতিবেদন প্রচারিত হয় যেখানে বলা হয় “ব্যারিস্টার মওদুদ আর নেই ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন”। এটি একটি ভুয়া সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা যাননি, বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎধীন আছেন।

‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছেন’ বলে ফেসবুকে একটি খবর ছড়িয়েছিলো গতকাল। অনুসন্ধানে দেখা যায়, enews71.com নামের একটি অনলাইন পোর্টাল “ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই” শিরোনামে একটি সংবাদ প্রচার করেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবটি দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়।

 

ইনিউজের প্রতিবেদন

 

ফেসবুক লিংক

 

ফেসবুক লিংক

 

তবে ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে গত ২৯ ডিসেম্বর তাকে রাজধানীর অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে ভর্তি করা হয়।

 

ইনকিলাবের প্রতিবেদন

 

তথ্যসূত্র

ইনিউজের প্রতিবেদন

ফেসবুক লিংক ০১

ফেসবুক লিংক ০২

ইনকিলাবের প্রতিবেদন

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

Leave a Reply