শর্তসাপেক্ষে কি খোলা থাকছে হাফিজিয়া ও কওমি মাদ্রাসা?

Published on: March 31, 2021

২৯ মার্চ ২০২১ তারিখে Bangladesh Criminal News Channel নামের একটি ওয়েব পোর্টাল থেকে ‘শর্তসাপেক্ষে খোলা থাকছে হাফিজিয়া ও কওমি মাদ্রাসা’ শিরোনামে একটি খবর প্রচারিত হয়েছে। এটি একটি ভুয়া খবর। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

Bangladesh Criminal News Channel এর খবরটির বিস্তারিত অংশে বলা হয়েছে,

“করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৮ দফা নির্দেশনার অন‌্যতম হলো, সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।’ তবে হাফিজিয়া ও কওমি মাদ্রাসা শর্তসাপেক্ষে খোলা থাকছে।“

দৈনিক পত্রিকা প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন,

“করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে।“


 

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়া বিষয়ে বিভ্রান্তিকর খবর বিবিসি বাংলায়

বিবিসি বাংলার একটি প্রতিবেদনে সরকারের পক্ষ থেকে জারি করা ১৮ দফা নির্দেশনার ১০ নম্বর পয়েন্টে বলা হয়েছে, “সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।“

অথচ বাংলাদেশ সরকারের ‘করোনা ইনফো’ নামক ওয়েবসাইটের সরকারি নির্দেশনা অংশে নতুন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে ১০ নম্বর নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে,

“সকল শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।“


তথ্যসূত্র

Bangladesh Criminal News Channel এর ভুয়া খবর

সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

সংক্রমণ ঠেকাতে ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন

বিবিসি বাংলার প্রতিবেদন

করোনা ইনফো

করোনা ইনফো ওয়েবসাইটে দেয়া সরকারী নির্দেশনা ও প্রেস রিলিজ

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

Leave a Reply