Published on: February 1, 2021
![]() |
ভুয়া খবরটির বিস্তারিত অংশের শুরুতে বলা হয়েছে, “ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরই জের ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ একটি ভিডিও ভাইরাল হয়।“
ভুয়া প্রতিবেদনটি আরও বলছে, “বিশ্বনবীকে নিয়ে একটি বি’তর্কিত কা’র্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রোঁ এ কথা বলেছেন।“
express.co.uk এর একটি প্রতিবেদনে পাওয়া গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০১৭ সালের মার্চ মাসে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছিলো। ভিডিওতে দেখা যাচ্ছে তৎকালীন ফ্রান্সের রাষ্ট্রপতি পদ-প্রার্থী এমানুয়েল ম্যাক্রনকে এক যুবক ডিম ছুঁড়ে মারছেন। তবে যুবকটি মুসলিম কিনা তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। উক্ত প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটির সময়কাল ফরাসী নির্বাচনের আগে যখন প্যারিসের স্যালন ইন্টারন্যাশনাল ডি এলগ্রিকালচার প্রদর্শনীতে ম্যাক্রন অংশ নিয়েছিলেন। সেই প্রদর্শনীতে ডিম দিয়ে ম্যাক্রনের মাথায় আঘাত করার মুহুর্তের একটি ভিডিও ক্লিপ ধারণ করা হয়েছিলো যা পরবর্তীতে অনলাইনে ভাইরাল হয়। তবে shahidajannat.news নামের অনলাইন পোর্টালের খবরটিতে দাবি করা হচ্ছে ভিডিওটি সাম্প্রতিক।
তথ্যসূত্র
ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রচুর নিরাপত্তার মাঝেও পঁচা ডিম ঢিল মারলেন মুসলিম যুবক- ভিডিও ভাইরাল
Emmanuel Macron EGGED at agricultural show in France
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|