১৩ ফেব্রুয়ারি থেকে কি স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হবে?

Published on: January 17, 2021 

‘১৩ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হবে’ শিরোনামে একটি খবর গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা বিভ্রান্তিকর। উক্ত শিরোনামে একাধিক ভুঁইফোড় অনলাইন পোর্টাল খবর প্রচার করছে যেখানে খবরের বিস্তারিত অংশের সাথে শিরোনাম অসামঞ্জস্যপূর্ণ। খবরগুলোর বিস্তারিত অংশ বলছে “আগামী ১৩ ফেব্রুয়ারি স্বা’স্থ্যবিধি মেনে সরাসরি প্রাথমিক শিক্ষকদের সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে দেশের পিটিআইগুলো”।

bdallnews24 -এর প্রতিবেদন

 

Todaybdnews -এর প্রতিবেদন

 

ফেসবুক পোস্ট

 

এটি মূলত প্রাথমিক শিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ যা স্কুল/কলেজ বা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের ক্লাসের সাথে সম্পৃক্ত নয়। অথচ উক্ত সংবাদগুলোতে স্কুল/কলেজগামী শিক্ষার্থীদের ছবি ব্যবহার করা হয়েছে এবং ১৩ই ফেব্রুয়ারি থেকে কাদের ক্লাস শুরু হতে যাচ্ছে তা পরিষ্কার করে বলা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিস্তারিত অংশ না পড়ে এমন সংবাদের শিরোনাম দেখে বিভ্রান্ত হয়ে থাকেন।

‘খুলছে পিটিআইগুলো, শুরু হচ্ছে ক্লাস’ (বাংলা ট্রিবিউন, ১৪ই জানুয়ারি ২০২১ ইং)

 

তথ্যসূত্র

bdallnews24 -এর প্রতিবেদন

Todaybdnews -এর প্রতিবেদন

ফেসবুক পোস্ট

বাংলা ট্রিবিউনের প্রতিবেদন

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

Leave a Reply