কারাগার থেকে লুকিয়ে লুকিয়ে বাইরের চিত্র দেখছেন অং সান সু চি?

Published on: February 5, 2021 

“কারাগার থেকে লুকিয়ে লুকিয়ে বাইরের চিত্র দেখছেন মায়ানমার এর নেত্রী: অং সান সু চি! দাম্ভিকতা, অহংকার অত্যাচারী দেশের মানুষদের দেশ ত্যাগে বাধ্য করা নেত্রী।“ ক্যাপশন সহকারে গত ৪ ফেব্রুয়ারি, ২০২০ ইং তারিখে একটি ফেসবুক পোস্ট দিয়েছে Bangladesh Civilian Force নামের একটি ফেসবুক পেইজ। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটির ক্যাপশনে লেখা তথ্য গুলো মিথ্যা।

Getty Images এর ওয়েবসাইটে প্রায় একইরকম একটি ছবির ক্যাপশনে লেখা আছে “২০১৪ সালের ১২ই এপ্রিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী আইকন অং সান সু চি জার্মানি সফরকালে বার্লিন ওয়াল স্মৃতিসৌধের প্রাচীরের ফাটল ধরে দেখছেন।“

এছাড়া ২০১৯ সালের ৭ই ডিসেম্বরের Phil Robertson নামের একটি টুইটার একাউন্টের টুইটের রিপ্লাইতেও ছবিটি পাওয়া গেছে। ছবিটির মূল উৎস খুঁজে পাওয়া না গেলেও বোঝা যাচ্ছে ছবিটি সাম্প্রতিক নয়।

 

তথ্যসূত্র

Bangladesh Civilian Force এর ফেসবুক পোস্ট 

Getty Images এর ক্যাপশনযুক্ত  ছবি 

Phil Robertson এর টুইটের রিপ্লাই

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

Leave a Reply