জলোচ্ছ্বাসের ভিডিওটি কি ভারতের কেরালার?

কেরালার বন্যা বলে দাবি করা ভিডিওটি নিয়ে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটিকে প্রথমবার ইউটিউবে আপলোড করা হয়েছে ২০১১ সালের ১৮ ডিসেম্বর। এ থেকে স্পষ্ট যে ভিডিওটি আর যেখানেরই হোক না কেন, কেরালার নয়।

ভিডিওটি ২০১১ সালে জাপানে হওয়া ভয়াবহ সুনামির। ন্যাশনাল পুলিশ অ্যাজেন্সি অফ জাপানের তথ্য অনুযায়ী, ২০১১ সালে মার্চের ১১ তারিখে হওয়া ভূমিকম্প এবং ভূমিকম্প-পরবর্তী সুনামিতে জাপানে প্রাণ হারায় প্রায় ষোলো হাজার মানুষ, আহত হয় ৬১৫৭ জন এবং সুনামির পর হদিশ পাওয়া যায়নি ২৫৩৭ জনের।

ইউটিউবে থাকা ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, জলোচ্ছাসের সময় জাপানের উপকূলীয় জেলা ইশিনোমাকিতে ধারণ করা হয় ভিডিওটি। কয়েকমাস পর ২০১২ সালের ৩০ এপ্রিল ইউটিউবে আপলোড হওয়া আরেকটি ভিডিওতে দেওয়া হয় ভিডিওটি যে স্থানে করা হয়েছে সেটির গুগল ম্যাপস লিংক

Leave a Reply