১০১ বছর বয়সে সন্তান জন্ম দিলেন বৃদ্ধা – ভূয়া সংবাদ

Published on: May 27, 2022

সম্প্রতি ১০১ বছর বয়সে সন্তান জন্ম দিলেন বৃদ্ধা শিরোনামে একটি প্রতিবেদন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সাথে দুইটি ছবিও দেখতে পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায়, ছবির বৃদ্ধার নাম আনাতোলিয়া ভার্তাদেলা না বরং রোজ ক্যামফিল্ড (Rose Canfield)।  কোলে থাকা শিশুটি তার সন্তান নয়, নাতনী। দ্বিতীয় ছবিতে থাকা বৃদ্ধাটিও সন্তান জন্ম দেননি। কোলে থাকা শিশুটি তার নাতির সন্তান।

 

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফেসবুক পোস্টে থাকা লিংকের আর্কাইভ দেখুন এখানে

সেখানে দাবি করা হচ্ছে,  ইতালির আনাতোলিয়া ভার্তাদেলা নামে এই বৃদ্ধা ১০১ বছর বয়সে ওভারি ট্রান্সপ্লেন্টের সাহায্যে সন্তান জন্ম দেন। বিস্তারিত পড়ুন এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

খবরে থাকা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করা হলে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমসহ বেশ কয়েকটি ওয়েবপোর্টালে একই খবর দেখতে পাওয়া যায়। কালেরকন্ঠ, একুশে টিভি এবং জাগোনিউজ২৪ এ এর আগে বিভিন্ন সময় এই খবরটি প্রকাশিত হয়েছিলো।



 

এর মধ্যে ২০ আগস্ট, ২০১৬ এ প্রকাশিত জাগোনিউজের প্রতিবেদনের সাথে বর্তমানে ভাইরাল প্রতিবেদনটি হুবহু মিলে যায়। পুরানো প্রতিবেদন থেকে লেখাটি নকল করে বর্তমানে ভাইরাল করা হচ্ছে।

সম্প্রতি ভাইরাল প্রতিবেদন

জাগোনিউজের প্রতিবেদন

পরবর্তীতে খবরের সত্যতা জানতে রিভার্স ইমেজ সার্চ করা হলে ৩১ মার্চ, ২০১৫ এ “HUFFPOST” প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। “Image Of 101-Year-Old With Baby Sparks Unbelievable Response (UPDATE)” শিরোনামে এই প্রতিবেদনে বলা হয়, সারা হ্যাম (Sarah Hamm) নামে একজন এই ছবিটি পোস্ট করেছিলো। ছবিতে থাকা বৃদ্ধার নাম রোজা ক্যামফিল্ড (Rosa Camfield) এবং তার কোলে থাকা শিশুটির নাম কেইলি রোল্যান্ড (Kaylee Rowland)। শিশু এবং বৃদ্ধার বয়সের পার্থ্যকটিই ছবিটির মূল তাৎপর্য। ১০১ বছর বয়স্ক এই বৃদ্ধার কোলের এই শিশুটি সম্পর্কে তার নাতনী, তার বয়স তখন দুই সপ্তাহ।

একই অনুসন্ধানে পাওয়া “6 ABC ACTION NEWS” এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ মার্চ, ২০১৫ এ রোজা মারা যান। সেখান থেকে ছবিটির উৎসও খুঁজে পাওয়া যায়। “Life of Dad” নামে এই ফেসবুক পেজে “101 year difference” শিরোনামে এই ছবিটি ১৯ মার্চ, ২০১৫ এ প্রকাশিত হয়। এরপর থেকেই সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি আলোচিত হতে থাকে।

ভাইরাল সংবাদে থাকা দ্বিতীয় ছবিটি নিয়ে অনুসন্ধান করা হলে, “Bored Panda” নামে একটি ওয়েবসাইটে সেটি খুঁজে পাওয়া যায়। ক্রিস্টিয়ান রুবিনো নামে এই ব্যাক্তি ১৯ মার্চ, ২০১৫ এ ফেসবুকে পোস্ট করে। সেখানে তিনি লিখেন, ৯৬ বছর বয়স্ক তার দাদীর সাথে ১ সপ্তাহ বয়সী তার সন্তান। অর্থ্যাৎ, ছবিতে থাকা বৃদ্ধার সাথে তার নাতীর সন্তানকে দেখতে পাওয়া যাচ্ছে।

অর্থ্যাৎ, জাগোনিউজসহ উল্লেখিত প্রত্যেকটি নিউজপোর্টালের খবরই মিথ্যা। ছবিতে থাকা বৃদ্ধাদের কেউই ১০১ বছর বয়সে সন্তান জন্ম দেননি। ছবিতে তাদের সন্তান এবং নাতিদের সন্তানকে দেখা যাচ্ছে।

এছাড়া বিশ্বের সবচেয়ে বয়স্ক মা খুঁজতে অনুসন্ধান করা হলে জানা যায়, স্পেনের মারিয়া ডেল কারমেন বোসাদা লারা (Maria del Carmen Bousada Lara) নামে এই মহিলা ৬৬ বছর বয়সে সন্তান জন্ম দিয়েছিলেন। যদিও এর থেকে বেশি বয়স্ক অনেকেই মা হয়েছেন, এমন খবর পাওয়া যায়। কিন্তু গিনেজ বুক অব ওয়ার্ল্ডের মতে তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক মা।

 

সুতরাং, বিষয়টি নিশ্চিত যে ছবিতে থাকা বৃদ্ধা ১০১ বছর বয়সে সন্তান জন্ম দেননি। ছবিতে তার সাথে তার নাতনীকে দেখা যায়। একইভাবে দ্বিতীয় ছবিতেও অন্য এক বৃদ্ধার সাথে তার নাতীর সন্তানকে দেখতে পাওয়া যায়। মূলত জাগোনিউজের পুরানো একটি মিথ্যা সংবাদ নকল করে পুনরায় প্রকাশিত হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এই খবরটিকে মিথ্যা চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply