বিকাশের ১২ বছর পূর্তি উপলক্ষে ভূয়া অফার

Published on: January 21, 2024

যা দাবি করা হচ্ছেঃ বিকাশের ১২ বছর পূর্তি উপলক্ষে সকল বিকাশ ব্যবহারকারীদের ৯৯৯৯ টাকা বোনাস দেয়া হচ্ছে।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি মিথ্যা। যদিও ১২ বছর পূর্তি উপলক্ষে বিকাশ একটি অফার দিয়েছিল কিন্তু তার সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া অফারের কোনো মিল নেই। ২০২৩ সালের ২১ জুলাই বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের এক যুগ পূর্তি উপলক্ষে একটি অফার সংক্রান্ত পোষ্ট করা হয়েছিল।  অফারটি ছিল, “যেসব গ্রাহক গত ১ বছর বা তার বেশি সময় ধরে বিকাশ এর সাথে আছেন (২০২২ এর ২১ জুলাই কিংবা তার আগে বিকাশে রেজিস্ট্রেশন করেছেন), তারা নির্দিষ্ট শর্তাবলি পূরণ সাপেক্ষে উপভোগ করতে পারবেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!” অন্যদিকে ৯৯৯৯ টাকা বোনাস সম্পর্কে বিকাশের সাথে যোগাযোগ করা হলে তারা ফ্যাক্টওয়াচকে নিশ্চিত করে যে, বিকাশ এ ধরনের কোনো অফার দেয়নি এবং উক্ত অফারগুলোর সাথে বিকাশ-এর কোনো সম্পর্ক নেই।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

বিকাশের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সকল গ্রাহকদের ৯৯৯৯ টাকা বোনাস সংক্রান্ত কোনো অফার দেয়া হয়েছিল কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজে  প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে সেখানে ১২ বছর পূর্তিতে ৯৯৯৯ টাকা বোনাস-সম্পর্কিত কোনো পোষ্ট খুঁজে পাওয়া যায়নি। তবে, সেখানে ২০২৩ সালের ২১ জুলাই আপলোড করা একটি পোষ্টে বিকাশের এক যুগ পূর্তি উপলক্ষে বোনাস সংক্রান্ত একটি অফারের লিংক খুঁজে পাওয়া যায়। সেখানে প্রবেশ করে নিশ্চিত হওয়া যায় যে, বিকাশ ৯৯৯৯ টাকা নয় বরং ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার দিয়েছিল। অফারটি ২০২২ সালের ২১ জুলাই কিংবা তার আগে যারা বিকাশে রেজিস্ট্রেশন করেছেন — নির্দিষ্ট শর্তাবলি পূরণ সাপেক্ষে শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, সকল বিকাশ ব্যবহারকারীদের জন্য নয়।


আবার, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত মোবাইল আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠান হিসেবে বিকাশ ২০১১ সালের ২১ জুলাই যাত্রা শুরু করে। সেই হিসেবে ২০২৩ সালের ২১ জুলাই হচ্ছে প্রতিষ্ঠানটির ১২ বছর পূর্তির তারিখ। কিন্তু, ৯৯৯৯ টাকা বোনাস সংক্রান্ত পোষ্টগুলো ফেসবুকে কমপক্ষে গত ৭ জানুয়ারি থেকে খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এই তারিখের অনেক আগেই বিকাশের এক যুগ পূর্তি হয়ে গেছিল।

অন্যদিকে, ৯৯৯৯ টাকা বোনাস সংক্রান্ত অফার সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজে মেসেজ করা হলে তারা ফ্যাক্টওয়াচকে নিশ্চিত করে যে, এমন কোনো অফার বিকাশের পক্ষ থেকে দেয়া হয়নি। এগুলো প্রতারণামূলক মিথ্যা অফার। বিভিন্ন প্রতারক চক্র বিকাশের নামে নকল ওয়েবসাইট তৈরি করে নানা ধরনের মিথ্যা অফার দেখিয়ে বিকাশ গ্রাহকদের টাকা এবং বিভিন্ন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh