Published on: September 23, 2022
![]() |
গুজবের উৎস
সেপ্টেম্বর এর ৪ তারিখ থেকে ১৫ সেকেন্ড এর এই ভিডিওটি ভাইরাল হতে দেখা যায় । ভিডিওতে হলুদ আলখাল্লা পরিহিত এক বৃদ্ধাকে খাটে শুয়ে থাকতে দেখা যায়। কয়েক সেকেন্ড পরে এক শিশু তার শয্যাপাশে আসলে বৃদ্ধা তাকে আদর করেন।
অনেকেই ভিডিওটিকে ‘৪০০ বছরের বয়স্ক বৃদ্ধা’ দাবি করে শেয়ার করছেন। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ।
জনৈক মেহেদি হাসান এই ভিডিও শেয়ার করে লিখেছেন, আল্লাহ চাইলে সবই সম্ভব, ৪০০ শত বছরের বৃদ্ধা……..আমিন
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়া ভিত্তিক kontras times সংবাদ মাধ্যমে এই ছবিটি প্রকাশিত হয়েছিল গত ২০২২ সালের ৫ ই এপ্রিল তারিখে।
এই খবরে বলা হয়, থাইল্যান্ড এর ১০৯ বছর বয়স্ক বৌদ্ধ ভিক্ষু লুয়াং ফো ইয়াই ওরফে লুয়াং থা গত ২২ই মার্চ মৃত্যুবরণ করেছেন। লুয়াং থা’র এক নাতি আয়ুরি এই খবর জানিয়েছেন।
তার মৃত্যুর ৪ দিন আগে, ২০২২ সালের ১৮ই এপ্রিল এই ভিডিওটা ধারণ করা হয়েছিল।
এই খবরে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে এই বৌদ্ধ ভিক্ষু নাকি ৩৯৯ বছর বয়স, এবং তিনি ভিয়েতনাম থেকে এসেছেন। তবে এই দাবি মোটেও সত্য ন্য। লুয়াং থা এর জন্ম ১৯১৩ সালের ১২ই আগস্ট তারিখে। যেহেতু তিনি ২০২২ এর ২২শে এপ্রিল মারা গিয়েছেন, তাই মৃত্যুকালে তার বয়স ছিল ১০৮ বছর (৭ মাস ১০ দিন) । বেঁচে থাকলে ২০২২ এর আগস্টে তার বয়স ১০৯ বছর হত।
পরবর্তীতে Luang Pho Yai নাম সার্চের মাধ্যমে তার সম্পর্কে একাধিক খবর পাওয়া যায়। মূলত গত মার্চ-এপ্রিল মাসে তার মৃত্যুর খবর বিভিন্ন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। যেমন দেখুন এখানে , এখানে , এখানে , এখানে।
এসব সংবাদ থেকে নিশ্চিত হওয়া গেল, আলোচ্য ছবির বৌদ্ধ ভিক্ষু ১০৯ বছরের বেশি বাঁচেননি।
তাই ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও এই বৌদ্ধ ভিক্ষুর ভিন্ন আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেখানে তাকে ১৯৩ বছর বয়স্ক হিসেবে দাবি করা হয়েছিল। ফ্যাক্টওয়াচ সেই দাবিকেও খণ্ডন করেছিল। দেখুন এখানে ।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|