এটা কি সিরিয়ার ঘৌতা’র ছবি?

দাবি: সিরিয়া সরকারের বোমা হামলার মাঝে মেয়েকে কোলে নিয়ে চিৎকার করতে করতে দৌঁড়ে পালাচ্ছেন সিরিয়ার ঘৌতার এক লোক।

 

দাবির গোড়া: সিরিয়ার সরকারি বাহিনির অবরোধে থাকা ঘৌতায় বোমা হামলা চলছে গত কিছুদিন; প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান বাহিনি রাশিয়ার মদদ নিয়ে এই হামলা চালাচ্ছে। রাসায়নিক হামলার অভিযোগও তোলা হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে। এমন সময়ে দৌঁড়ে পালাতে থাকা বাবা-মেয়ের এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে গত কিছু দিনে। সোশ্যাল মিডিয়া থেকে দেশি-বিদেশি বহু খবরের কাগজ বা অনলাইন পোর্টালেও ছড়াতে থাকে। অনলাইনে ছড়াতে থাকা সকল ছবিই সম্প্রতি ঘটে যাওয়া এই যুদ্ধের নয়। সত্যতা যাচাইয়ের স্বার্থে নীচের এই ছবি নিয়ে বিশ্লেষণ করা হল।

আসল ঘটনা: ফ্যাক্ট-ওয়াচের গবেষণায় দেখা গেছে, ছবিটা আসলে ইরাকের মসুলের। এটি পয়লা দেখা যায় ঠিক ১ বছর আগে, ২০১৭ সালের ৬ মার্চ। ‘বিজনেস ওয়ার্ল্ড’-এ প্রকাশিত হয় তখন এটি, ক্যাপশন ছিল:  আইসিসের দখলে থাকা মসুল থেকে বিশেষ বাহিনির যোদ্ধাদের দিকে আগাতে আগাতে চিৎকার করছে এক লোক, কোলে তার মেয়ে; আইসিসের বিরুদ্ধে বিশেষ বাহিনির যুদ্ধ চলছছিল তখন, ইরাক, মার্চ ৬, ২০১৭।

 

Leave a Reply