ছবি যাচাই: রোহিঙ্গা

আমাদের বিবেচনায় এই ছবিটা সঠিক। মায়নমারের রাখাইন রাজ্যে ঘটে চলা সহিংসতা নিয়ে মোবাইল ফটোগ্রাফির একটা নমুনা এই ছবি। মায়ানমারের নাগরিকদের তোলা এই ছবি রোহিঙ্গা ব্লগারদের সম্পাদানায় প্রকাশিত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল।

গ্রাফিক ছবি। মাউসের বাম বাটন চাপ দিলে দেখা যাবে। মোবাইলে ট্যাপ করতে হবে।
২০১৭ সালের ৩০ আগস্ট আরাকান টাইমস্ নামের ওয়েবসাইটে ছবিটা পয়লা দেখা যায়। তার আগে কোথাও ছবিটা দেখা যায়নি, অন্তত ওয়েব সার্চের ফলাফলে ৩০ আগস্টের আগের কোন তারিখে পাওয়া যায়নি ছবিটা। তাই আমাদের অনুমান, আরাকান টাইমস্-এর কোন সদস্য রাখাইনে চলা সহিংসতার এই ছবিটা তুলে দিয়েছে। আরাকান টাইমস্ ওয়েবসাইটটি সম্পাদনা করেন সৌদি আরবে আশ্রয় পাওয়া রোহিঙ্গা উদ্বাস্তু জাফর আরাকান; রাখাইনের সহিংসতার ছবি তিনি নিয়মিত জোগাড় করেন, তবে ফটোগ্রাফারের নামধাম গোপন রাখেন প্রায়ই; কারণ, মায়ানমারে থাকা ফটোগ্রাফারদের নামধাম থাকলে তাদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

Leave a Reply