ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন বলা মনোচিকিৎসকের মেডিকেল সার্টিফিকেট আছে কি?

ড. ব্রান্ডি লী’র প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট নিয়ে সন্দেহ প্রচার করছে আমেরিকার চরম ডানপন্থী বেশ কিছু ওয়েবসাইট।

দাবি: ডোনাল্ড ট্রাম্পকে মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন হিসেবে চিহ্নিত করা সাইকিয়াটিস্ট, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ব্রান্ডি লী’র মেডিকেল লাইসেন্স নাই।

দাবির গোড়া: হাল টার্নার রেডিও শো ওয়েবসাইটে গত ১০ জানুয়ারি একটা পোস্টে দাবি করা হয়, ড. ব্রান্ডি লী’র মেডিকেল প্রাকটিস করার লাইসেন্স নাই। এই দাবির পক্ষে প্রমাণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের সাইকিয়াটিস্টদের একটি ডাটাবেইজের স্ক্রিনশট দেওয়া হয়।

আসল ঘটনা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে আলাদা করে লাইসেন্স নিতে হয়। দুটি রাজ্যে ড. লী’র লাইসেন্স আছে। তিনটি রাজ্যে (ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক-লাইসেন্স নম্বর, ২১৯৪৪৪ এবং কানেকটিকাট) ড. লী’র লাইসেন্স ছিল; ফ্রান্সের বিচার মন্ত্রণালয়ে কাজ করার সময় ৫ বছরের লাইসেন্স ছিল। ড. লী একটি ফোন ইন্টারভিউতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যের লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হয়। নবায়নের ঝামেলা বিবেচনায় তিনি নিউ ইয়ক আর ক্যালিফোর্নিয়ার লাইসেন্স নবায়ন করছেন, কানেকটিকাটের লাইসেন্স দরকার নাই বিবেচনায় নবায়ন করেননি আর।

নিউ ইয়র্ক রাজ্যের ডাটাবেইজে ড. ব্রান্ডি লী’র লাইসেন্সের স্ক্রিনশট

 

 

 

 

Leave a Reply