বিয়ে করলে পাত্র পাবেন ৭০ লাখ টাকা আর গুলশানে একটি বাসা? – ভূয়া বিজ্ঞাপন

Published on: November 10, 2021

সম্প্রতি “আমাকে বিয়ে করলে পাএ পাবেন ৭০ লাখ টাকা আর ঢাকা গুলসানে একটি বাসা” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল। সংবাদটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা গেছে, মূলত তিনটি ভিন্ন ভিন্ন খবরের বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে উক্ত খবরটি তৈরি করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু খবরে ব্যবহৃত ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, ছবিতে দৃশ্যমান নারীর নাম “সাদিয়া জান্নাত” যিনি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে বিয়ে করে কানাডা, আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে শেয়ার হওয়া উক্ত খবরটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

সংবাদগুলোর বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা গেছে, মূলত তিনটি ভিন্ন ভিন্ন খবরের বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে খবরগুলো তৈরি করা হয়েছে।

খবরের প্রথম অংশ বলছে, “নিঃসঙ্গতার অবসান ঘটাতে কোটিপতি না’রীরা বিয়ের জন্য স্বা’মী খুঁজছেন। বিয়ের ক্ষেত্রে বিদেশি স্বা’মী এবং তাদের সন্তানদের নাগরিকত্ব পাবার আইন সংস্কার হওয়ার পরই তারা এ অনুসন্ধানে নেমেছেন। খবর- হাফিংটন পোস্ট।“  অনুসন্ধানে দেখা গেছে, খবররের এই অংশটি ১৬ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত নিউজ টুয়েন্টিফোরের একটি সংবাদ থেকে নেয়া হয়েছে।

খবরের দ্বিতীয় অংশটি বলছে, “পাবনার ঈশ্বরদীতে দেবরের সঙ্গে বড় ভাবীর পরকীয়া। বারবার বিচার সালিস। এরপর শ্বশুরবাড়ি ছেড়ে ভাড়া বাসায় ওঠার ১০ দিনের মা’থায় ব্যবসায়ী স্বামীর র’হস্যজনক মৃত্যু। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও দেবরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।“ অনুসন্ধানে দেখা গেছে, এটি  এবছরের মে মাসের ঘটনা। ২ জুন ২০২১ তারিখে বাংলাদেশ জার্নালের এ  বিষয়ক একটি সংবাদ পড়ুন এখানে।

খবরটির তৃতীয় অংশ বলছে, “অবশেষে এবার যার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন জয়া আহসান!! দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিয়ের পিঁড়িতে বসছেন। এমনি গুঞ্জন শোনা যাচ্ছে। জয়া নাকি প্রেম্ও করছেন।“ অনুসন্ধানে দেখা গেছে, এটি ১৯ নভেম্বর ২০১৯ তারিখে প্রকাশিত যুগান্তরের একটি সংবাদ থেকে নেয়া হয়েছে।

উক্ত খবরগুলোর মধ্যে বেশ কিছু খবরে ব্যবহৃত ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, পূর্বেও এমন খবর প্রকাশিত হয়েছিল, যেখানে টাকার অংক ছিল ৯০ লক্ষ। ছবিতে দৃশ্যমান নারীর নাম “সাদিয়া জান্নাত” যিনি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে বিয়ে করে কানাডা, আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা। গতবছর ডিসেম্বর মাসে জান্নাত সহ ৫ জনকে গ্রেফতার করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিআইডি)। এ বিষয়ে বার্তা টুয়েন্টিফোর   এবং নিউজ বাংলা টুয়েন্টিফোরের দুটি সংবাদ পড়ুন এখানে এবং এখানে।



ভিন্ন ভিন্ন পুরনো সংবাদের অংশ জোড়া লাগিয়ে মিথ্যা বিজ্ঞাপনযুক্ত খবর প্রকাশ করায় ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply