স্ত্রীকে বাঁচাতে গিয়ে শরীরের ৯০ শতাংশ পুড়লো স্বামীর – ভুল ছবিসহ পুরনো খবর

Published on: November 23, 2021

সম্প্রতি “একেই বলে ভালোবাসা! স্ত্রীকে বাঁচাতে গিয়ে শরীরের ৯০ শতাংশ পুড়লো স্বামীর!!!” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবিসহ খবর দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, খবরে ব্যবহৃত ছবিটি আগুনে পুড়ে যাওয়া লোকটির কিংবা তার স্ত্রীর নয়। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, ব্যবহৃত এই ছবিটি ২০১৯ সালের সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার এবং “Khaleej Times” নামক আরব আমিরাতের একটি সংবাদমাধ্যমের তথ্যমতে ফেসবুকে ছড়িয়ে পড়া এই ঘটনাটি মূলত ঘটেছিলো ২০২০ এর ফেব্রুয়ারিতে। তাই ভুল ছবিসহ পুরনো এই খবরটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করা হচ্ছে।

সাম্প্রতিক ফেসবুক পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে


মূলত “TIPSNEED” নামক একটি ওয়েবপোর্টালের বরাত দিয়ে খবরটি ফেসবুকে শেয়ার হতে দেখা যায়।

ওই ওয়েবপোর্টালে ১৯ আগস্ট ২০২১ তারিখে প্রকাশিত খবরটি দেখুন এখানে

খবরটিতে আরব আমিরাতের একটি সংবাদমাধ্যম খালিজ টাইমসের বরাত দিয়ে দাবি করা হয়, দুবাইয়ে নিজের অ্যাপার্টমেন্টে লাগা আগুন থেকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে অনীল নিনান নামে একজন ভারতীয় নাগরিকের ৯০ শতাংশ শরীর পুড়ে যায়। ১৯ আগস্ট ২০২১ তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে ঘটনার সময় এবং সূত্র হিসেবে বলা হয়, উম আল কুয়াইন নামক এলাকার পুলিশ ‘বুধবার’ এই দুর্ঘটনার খবর দিয়েছে। খবরে নিম্নোক্ত এই ছবিটি ব্যবহার করা হয়।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

খবরটিতে ব্যবহৃত ছবিটি দিয়ে “TinEye” এর মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করা হলে, ৫ ডিসেম্বর ২০১৯ তারিখে কালেরকন্ঠ প্রকাশিত “শ্বশুরকে নতুন জীবন দিলেন জাহানারা” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, সুলতান মল্লিক নামের একজন লোককে তার বড় ছেলের স্ত্রী জাহানারা নিজের যকৃতের অংশ দিয়ে দেয়। ঘটনাটি ভারতের নদিয়ার চাপড়ার এলেমনগর গ্রামে ঘটেছে।

পরবর্তীতে আরোও কিছু কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি পাওয়া যায়। সেখান থেকে সুলতান মল্লিক ও  জাহানারার মূল ছবিটিও পাওয়া যায়। মূলত এই ছবিটিই বর্তমানে ‘৯০ শতাংশ পুড়ে’ যাওয়ার ঘটনায় ব্যবহার করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি দেখুন এখানে

অন্যদিকে ফেসবুকে শেয়ার করা এই খবরে “দৈনিক খালিজ টাইমস” নামে একটি সংবাদমাধ্যমকে সূত্র হিসেবে দেখানো হয়। পরবর্তীতে ইংরেজিতে কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে গুগল সার্চ করা হলে “Khaleej Times” নামে আরব আমিরাতের ওই সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন পাওয়া যায়। “Indian in UAE gets 90% burns while trying to save wife” শিরোনামে ১১ ফেব্রুয়ারী ২০২০ তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, “Anil Ninan” নামের একজন ভারতীয় নিজের স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে নিজের ৯০ শতাংশ পুড়ে ফেলেন। অর্থাৎ, বর্তমানে ভাইরাল এই খবরটি মূলত ১১ ফেব্রুয়ারী ২০২০ এর ওই প্রতিবেদন থেকেই নেওয়া হয়েছে। কিন্তু “Khaleej Times” এর প্রতিবেদনে আনীল নিনান বা তার স্ত্রীর কোনো ছবি পাওয়া যায়নি।

তাই পুনরায় কি-ওয়ার্ডের মাধ্যমে গুগল সার্চ করা হলে, “The Indian Express” এর ১৩ ফেব্রুয়ারী ২০২০ তারিখে প্রকাশিত অন্য একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ‘অনীল নিনান’ এর ফেসবুক আইডির সূত্র দিয়ে অনীল এবং তার স্ত্রী নিনুর ছবি দেখতে পাওয়া যায়। যার সাথে ফেসবুকে ভাইরাল খবরে ব্যবহৃত ছবির কোনোই মিল নেই।

এ থেকে প্রমাণিত হয় যে বর্তমানে অনীল নিনানের অগ্নিদগ্ধ হওয়ার যে ঘটনাটির কথা বলা হচ্ছে সেটি সাম্প্রতিক কোনো ঘটনা নয় বরং ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ঘটনা। আবার ভাইরাল এই খবরে যে ছবিটি ব্যবহার করা হচ্ছে সেটি ২০১৯ সালের সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার ছবি।

অতএব উপরোল্লিখিত তথ্য প্রমাণের ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় যে, সম্প্রতি ভাইরাল খবরটি মূলত ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের এবং সেখানে ব্যবহৃত ছবিটি ২০১৯ সালের ডিসেম্বরে সংঘটিত ভিন্ন একটি ঘটনার। তাই ফ্যাক্টওয়াচ ভুল ছবিসহ পুরনো এই খবরটিকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply