আর্থিক সাহায্যের নামে প্রতারণা: ভারতের শিশু অভিনব-কে বাংলাদেশের তাহমিদা দাবি

Published on: August 26, 2022

সম্প্রতি “তাহমিদা” নামের একটি শিশুর চিকিৎসার জন্য ১৫ থেকে ২০ লক্ষ টাকার একটি তহবিল সংগ্রহের আবেদন ফেসবুকে ভাইরাল হয়েছে। গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা গিয়েছে, শিশুটির আসল নাম অভিনব, বয়স- ৩ বছর এবং সে একজন ভারতীয়। “Milaap” নামক ভারতের একটি তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে শেয়ার হওয়া অসুস্থ অভিনব-র ছবি সংবলিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ভাইরাল হওয়া এই ফেসবুক পোস্টগুলোতে দাবি করা হয়, “তাহমিদা” নামে শিশুটির লিভার নষ্ট, যার চিকিৎসা করতে ১৫ থেকে ২০ লক্ষ টাকার প্রয়োজন। তাহমিদার মামা অটো চালিয়ে তাহমিদের চিকিৎসা করাতে পারছেন না। যদিও তাহমিদা কোন হাসপাতালে ভর্তি, তার মা-বাবার পরিচয় ফেসবুক পোস্টগুলোতে দেয়া হয়নি। পোস্টে ব্যবহৃত বিকাশ এবং নগদ একাউন্টের নাম্বারগুলোতে ফ্যাক্টওয়াচ যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি।

ভাইরাল এই পোস্টগুলোতে ব্যবহৃত ছবিগুলো দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, ভারতের আর্থিক সহায়তার জন্য তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান “Milaap” এর একটি আবেদন খুঁজে পাওয়া যায়। “3-Year-Old With Watermelon Sized Tumour On His Stomach Needs Urgent Treatment” শিরোনামের এই আবেদনে ব্যবহৃত ছবির সাথে বর্তমানে ভাইরাল হওয়া পোস্টগুলোর ছবির শতভাগ মিল পাওয়া যায়। Milaap থেকে জানা যায়, শিশুটির নাম অভিনব এবং তার বয়স তিন বছর। এই আবেদন থেকে আরোও জানা যায়, এই শিশুর মায়ের নাম অশ্বিনী (Ashwini) ও বাবার নাম অবিনাশ (Abhinash) এবং তারা ভারতীয় নাগরিক। শিশুটি Ewing’s Sarcoma নামক একটি রোগে ভুগছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লক্ষ রূপি।


Milaap এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে অভিনব সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে এবং এখানে।

উপরোক্ত তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় যে, বর্তমানে ফেসবুকে ভাইরাল এই শিশুটির পরিচয় ভুলভাবে তুলে ধরা হচ্ছে। শিশুটির ভুল নাম এবং অসুস্থতা ব্যবহার করে আর্থিক সাহায্যের আবেদন করা হচ্ছে। ইতিপূর্বে ফ্যাক্টওয়াচ থেকে এমন কিছু আর্থিক সাহায্যের নামে প্রতারণামূলক ফেসবুক পোস্ট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।

উপরোল্লিখিত তথ্যগুলোর ভিত্তিতে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh