হেফাজতের পুরনো সমাবেশকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাম্প্রতিক বিক্ষোভ বলে প্রচার

Published on: August 10, 2022

ভারতের সংবাদভিত্তিক নিউজ চ্যানেল ABP News এ সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। হিন্দি ভাষায় প্রচারিত এই প্রতিবেদনের  সারমর্ম হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মত অর্থনৈতিক দূর্যোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং দেশের বিভিন্ন স্থানে জনগণ উদ্ভূত পরিস্থিতিতে ভাংচুর এবং অগ্নিসংযোগ করছে । ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এখানে ভাংচুরের যে ফুটেজগুলো দেখানো হয়েছে, সেগুলো ৯ বছর আগের ভিন্ন একটি ঘটনার ফুটেজ।

গুজবের উৎস

৭ই আগস্ট দুপুর ১ টা ৫৪ মিনিটে এবিপি নিউজ এর ভেরিফাইড ফেসবুক পেজে Bangladesh Crisis: The country falls into debt of 762 Million Dollars to IMF শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়।   ভিডিওটি দেখুন এখানে

এখানে , এবিপি নিউজ দাবি করছে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বিক্ষোভ হয়েছে এবং সে বিক্ষোভ সহিংসতা ও অগ্নিসংযোগে রূপ নিয়েছে, আর তাদের দেখানো ফুটেজ এই বিক্ষোভের।

ভিডিও প্রতিবেদনের প্রথম থেকে ১ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত হিন্দিতে যা বলা হয়েছে ,তার অনুবাদ করলে দাঁড়ায়,

যেখানে চীন আছে সেখানেই কাঙ্গালিপনা। IMF এর ঋণে ডুবে আছে বাংলাদেশ। ভারতের প্রতিবেশি দেশের মধ্যে IMF এর ঋণের হিসাবে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। প্রথম অবস্থানে পাকিস্তান, দ্বিতীয় শ্রীলঙ্কা, এরপরেই আছে বাংলাদেশ।  আর বাংলাদেশের যে চিত্র সামনে আসছে তা আশংকাজনক। বাংলাদেশে IMF এর ৭৬২ মিলিয়ন ডলারের ঋণ আছে। আর তাই বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ, বাংলাদেশ আর্থিক সংকটে পড়েছে।

আর তাই বাংলাদেশের রাজপথ থেকে এসব ছবি সামনে আসছে। যেখানে জনগণ রাজপথে নেমে এসেছে। জনগণের ক্ষোভ এভাবেই ফেটে পড়েছে। পেট্রোল আর ডিজেলের দাম ৫০% বৃদ্ধি হয়েছে। দ্রব্যমূল্য বেড়েই চলেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের দাম বৃদ্ধি বৈশ্বিক সামঞ্জস্য রাখতেই করা হয়েছে। কিন্তু জনগণ বলছে পকেটে টাকা না থাকলে কীভাবে কিনবো?”

এবিপি লাইভ ছাড়াও Nur Mohammad HD নামক অন্য একটি পেজ থেকেও এই ভিডিওটি আপলোড করতে দেখা গিয়েছে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

দেশের অনেক স্থানেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিক্ষোভ হয়েছে, কিন্তু কোথাও অগ্নিসংযোগের ঘটনার কোনো খবর খুঁজে পাওয়া যায় নি। কিন্তু প্রদর্শিত ভিডিওর বিভিন্ন অংশে দেখা যাচ্ছে টুপি-পাঞ্জাবি পরা লোকেরা রাস্তায় আগুন দিচ্ছে।

আমাদের অনুসন্ধানে আমরা পেয়েছি এই ফুটেজগুলি তারা নিয়েছে চ্যানেল ফোর নিউজ নামক যুক্তরাজ্যভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের ৯ বছর আগের, অর্থাৎ ২০১৩ সালের ভিডিও থেকে। ২০১৩ সালের ৫ ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা নিয়েই প্রতিবেদন করা হয়েছিল এখানে।

ভিডিও লিঙ্ক এখানে

চ্যানেল ফোর নিউজ এর ভিডিও থেকে নেওয়া কয়েকটি স্ক্রিনশট এবং এবিপি নিউজ এর ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট পাশাপাশি উপস্থাপন করা হল।

দেখা যাচ্ছে, এদের মধ্যে হুবহু সাদৃশ্য রয়েছে।

এই অনুষ্ঠানে বাংলাদেশের আওয়ামীলীগের একজন নেতাকে অতিথি করা হয়েছে, তার নাম এ কে ফয়জুল হক। লাইভ অনুষ্ঠানে তিনি এই পুরোনো ভিডিও এবং ছবির ব্যাপারে কোনো প্রতিবাদ জানান নি।

ভারতের ওয়ান ইন্ডিয়া, এবং বাংলাদেশের বিজনেস স্ট্যান্ডার্ড এবং ডেইলি স্টার পত্রিকায় এই ভিডিও নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। সবাই এই ভিডিও এবং স্থিরচিত্রকে ২০১৩ সালের ঘটনা হিসেবে শনাক্ত করেছে।

সারমর্ম

এবিপি নিউজের প্রতিবেদনে যে দৃশ্যগুলোকে জ্বালানি তেলের ময়ল্য বৃদ্ধিতে আমজনতার প্রতিক্রিয়া হিসেবে দাবি করা হচ্ছে, সেগুলো প্রকৃতপক্ষে ২০১৩ সালের ভিন্ন একটি রাজনৈতিক আন্দোলনের ফুটেজ। পুরনো ভিডিওকে ভিন্ন কোনো ঘটনার প্রমাণ হিসেবে দাবি করায় ফ্যাক্টওয়াচ এবিপি নিউজের এই প্রতিবেদনকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply