Published on: June 6, 2022
![]() |
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
বিভ্রান্তিকর কিছু কমেন্টের স্ক্রিনশট দেখুন নিচে,
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল ভিডিওটির বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে দেখা যায় ১৪ সেকেন্ডের ভিডিওটি মুলত ৩৮ সেকেন্ডের ভিডিও থেকে কেটে নেয়া হয়েছে। ভিডিওটি দেখুন এখানে। ৩৮ সেকেন্ডের মূল ভিডিওটি দেখে বোঝা যায়, রিয়াজ উত্তপ্ত সংলাপ শেষে স্টেজে উঠে ফেরদৌসকে একটি থাপ্পড় মারেন। থাপ্পড় সহ্য করে ফেরদৌস তখন “মামা তুমি আমাকে মারলে মামা বলে বিলাপ করতে থাকেন” ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এটি সুস্পষ্ট বোঝা যায় যে রিয়াজের মারা থাপ্পড়টি মূলত ছিল অভিনয়ের অংশ। রিয়াজের হাত ও ফেরদৌসের মূখের কোনো সংযোগ সেখানে ছিল না।
পরবর্তীতে অভিনেতা ফেরদৌসের অফিশিয়াল ফেসবুক পেজে যেয়ে দেখা যায় তিনি একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসটি দেখুন এখানে। স্ক্রিনশট দেখুন নিচে
স্ট্যাটাসটিতে তিনি রিয়াজকে মামা সম্মোধন করেছেন। উল্লেখ্য এবারের মেরিল প্রথম আলো পুরস্কারের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা ফেরদৌস আহমেদ ও রিয়াজ।
সুতরাং রিয়াজ ও ফেরদৌস প্রথম আলো পুরস্কারের উপস্থাপকের দায়িত্ব পালনের পূর্ব প্রস্তুতির একপর্যায়ে ৩৮ সেকেন্ডের স্টেজ পারফর্মটি করেছেন এবং পরবর্তীতে ভিডিওটিতে খণ্ডিত করে ১৪ সেকেন্ড বানানো হলে সাধারণ ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে হাস্যরসে মেতে উঠেন।
যেকারণে ভাইরাল এসকল ভিডিওগুলোকে ফ্যাক্ট-ওয়াচ “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|