ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে – ভূয়া সংবাদ

Published on: June 16, 2021

১৫ জুন, ২০২১ তারিখে ‘আবু ত্ব-হা মোহাম্মদ আদনান সাহেবের সন্ধান পাওয়া গেছে।‘ শীর্ষক বেশ কিছু পোস্ট শেয়ার হতে দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বাস্তবে এটি একটি মিথ্যা তথ্য। ইসলামি বক্তা মোহাম্মাদ আদনানের সন্ধান পাওয়া গেছে – এমন কোনো খবর কোনো দায়িত্বশীল সংবাদমাধ্যমে প্রকাশিত হয় নি। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্বামীর খোঁজে স্থানীয় থানা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, র‌্যাব সদর দপ্তর সব জায়গাতেই ঘুরেছেন আদনানের স্ত্রী সাবিকুন্নাহার।

‘ব্রেকিং নিউজ …. আলহামদুলিল্লাহ। আবু ত্ব-হা মোহাম্মদ আদনান সাহেবের সন্ধান পাওয়া গেছে।‘ শীর্ষক কিছু ফেইসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।




উল্লেখ্য, গত ১০ জুন (বৃহস্পতিবার) থেকে তরুণ ইসলামি বক্তা মোহাম্মাদ আদনানের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া যায়। তার পরিবার জানিয়েছে রংপুর থেকে ঢাকায় রওনা হওয়ার পর থেকে আবু ত্ব-হার খোঁজ মিলছে না। আদনানের সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজেরও খোঁজ মিলছে না। গত ১১ জুন (শুক্রবার) বিকালে আদনানের মা আজেদা বেগম ছেলের সন্ধান চেয়ে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেছেন।


সর্বশেষ তথ্য অনুযায়ী নিখোঁজ আদনানের স্ত্রী সাবিকুন্নাহার গতকাল রাতে “ফেস দ্যা পিপল” নামের একটি ফেসবুক পেজে লাইভে  নিশ্চিত করেছেন তার স্বামী আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের খোঁজ এখনও মেলেনি।

এদিকে নিখোঁজ আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। ১৪ জুন (সোমবার) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফায়েড টুইটার থেকে এ বিবৃতি দেওয়া হয়।


অর্থাৎ ইসলামি বক্তা ‘আবু ত্ব-হা মোহাম্মাদ আদনানের সন্ধান পাওয়া গেছে’ শীর্ষক ফেসবুক পোস্টগুলো মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

 

Leave a Reply