কুমিল্লার ঘটনা নিয়ে মিজানুর রহমান আজহারী কোনো উস্কানিমূলক বক্তব্য দেন নি

Published on: October 14, 2021

‘‘কুরআনের অবমাননা করায় কঠিন হুংকার দিলেন মিজানুর রহমান আজহারী’’ – শিরোনামে ২ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও উপস্থাপনার ধরনে অনেকে বিভ্রান্ত হয়ে ভাবছেন, কুমিল্লার সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান আজহারী হয়ত কোনো বক্তব্য দিয়েছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই্ ভিডিওটি দুটি ভিডিও ফুটেজ জোড়া দিয়ে বানানো হয়েছে। এর একটি সাম্প্রতিক কালের। অন্যটি মিজানুর রহমান আজহারীর পুরনো ওয়াজ মাহফিলের ভিডিও। সাম্প্রতিক সময়ে মিস্টার আজহারি কোনো ভিডিও পোস্ট করেন নি বরং কুমিল্লার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সবাইকে ‘সজাগ’ থেকে পরিস্থিতি ‘ধীরেসুস্থে মোকাবিলা’ করার আহবান জানিয়ে একটু স্ট্যাটাস পোস্ট করেছেন।

গুজবের উৎস

১৩ই অক্তোবর সন্ধ্যা থেকে ২ মিনিট ৪৬ সেকেন্ডের এই ভিডিওটি ইউটিউবে এবং ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে  ।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

২ মিনিট ৪৬ সেকেন্ডের এই ভিডিওটি প্রকৃতপক্ষে ২ টি আলাদা ভিডিও যোগ করে তৈরি করা হয়েছে । প্রথম ৫৩ সেকেন্ড এর ভিডিওটি নেওয়া হয়েছে ১৩ই অক্টোবর সকাল থেকে ভাইরাল হওয়া এই ভিডিও থেকে

১৩ই অক্টোবর সকাল থেকে ৫৩ সেকেন্ডের এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে । দাবি করা হচ্ছে, বুধবার সকালে ম্পূজা মন্ডপ থেকে কোরআন শরীফ উদ্ধারের পরপরই কুমিল্লা কোতোয়ালি থানার ওসির সামনে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। তবে এই ভিডিওর সত্যতা ফ্যাক্টওয়াচের পক্ষ থেকে যাচাই করা যায়নি।

মূল ভিডিওর পরের ১ মিনিট ৫৩ সেকেন্ড নেওয়া হয়েছে মিজানুর রহমান আজহারীর পুরনো একটি ওয়াজ থেকে। কমপক্ষে ১ বছর আগে থেকেই এই ওয়াজের অংশবিশেষ ইউটিউবে দেখা যাচ্ছে। যেমন- ৬ই সেপ্টেম্বর ২০২০ এ আপলোড করা এ বাংলার জমিন এ ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ হু আকবর ধনীতে (ধ্বনির) সাথে সুর্য উঠে যায়  ক্যাপশনযুক্ত এই ভিডিওতে মিজানুর রহমান আজহারির বক্তব্যের সাথে ভাইরাল হওয়া ভিডিওর বক্তব্য হুবহু মিলে যাচ্ছে।

একাধিক ইউটিউব চ্যানেলে মিজানুর রহমান আজহারির মূল ওয়াজের অংশবিশেষ দেখা যাচ্ছে। যেমন দেখুন এখানে, এখানে

কাজেই , এটা প্রমাণিত হল যে , কুমিল্লার ঘটনার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান আজহারি এই ওয়াজ/বক্তব্য প্রদান করেননি।

বরং নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে ১৩ই অক্টোবর রাত ১০টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সেই অর্থে বাংলাদেশে কোন দাঙ্গা নেই। রয়েছে ধর্মীয় সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। এ সম্প্রীতিতে শকুনের চোখ পড়া অস্বাভাবিক কিছু না। তাই, সজাগ থাকতে হবে। ধীরেসুস্থে মোকাবিলা করতে হবে।


মিজানুর রহমান আজহারির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও সর্বশেষ ভিডিও আপলোড করা হয়েছিল ৫ দিন আগে। অর্থাৎ, কুমিল্লার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তিনি ইউটিউবেও কোনো বক্তব্য দেননি।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর পুরনো একটি ওয়াজ মাহফিলের ভিডিওর অংশবিশেষ কুমিল্লার সাম্প্রতিক ঘটনার সাথে যুক্ত করে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। ফ্যাক্টওয়াচ এই ভিডিওকে ‘বিকৃত’ সাব্যস্ত করছে। 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply