Published on: July 27, 2022
![]() |
গুজবের উৎস
ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে।
এসব পোস্টে বলা হয়- নড়াইলের সাহা পাড়ায় আকাশ সাহার নামে ভূয়া আইডি খুলে ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ (সঃ) ও ইসলামের নামে ফেসবুকে ভূয়া পোস্ট প্রদানকারী জাহাঙ্গীর ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
.
ভাইরাল পোস্টের সাথে যে ছবিটি যুক্ত করা হয়েছে, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সেই ছবির মূল উৎস খুঁজে পাওয়া যাচ্ছে। এটি গত ১৮ই জুলাই বাংলানিউজটুয়েন্টিফোরডট কম এ নড়াইলে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর শীর্ষক খবরের সাথে প্রকাশিত হয়েছিল।
প্রকাশিত খবরে বলা হয়, সম্প্রতি ফেইসবুকে পোস্ট দিয়ে ধর্ম অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ার এক তরুণের বিরুদ্ধে। এ নিযে উত্তেজনা ছড়ালে শুক্রবার রাতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয় সাহাপাড়ার কয়েকটি বাড়িতে।
এ ঘটনায় রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে আড়াইশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। রোববার অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
—- আসামি হলেন লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে সাঈদ শেখ (৫৫), দিঘলিয়া গ্রামের ইসহাক মৃধার ছেলে রাসেল মৃধা (৩৮), লুটিয়া গ্রামের আজিজুল গাজীর ছেলে কবির গাজী (৪০), বাটিকাবাড়ি গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে রেজাউল শেখ (৪০) ও বয়রা গ্রামের সাদেকুর রহমান মোল্লার ছেলে মাসুম বিল্লাহ (৩০)।
খবরের সাথে প্রকাশিত ২ টি আলোকচিত্রে ৫ জন আটক ৫ জন আসামিকে দেখা যাচ্ছে। দু’টি ছবিতেই bdnews24.com এর লোগো প্রমাণ করে, এটি ওই সংবাদমাধ্যমের আলোকচিত্রীরই ধারণ করা।
৫ জন ব্যক্তির মধ্যে এক জন (মাসুম বিল্লাহ) এর বয়স ৩০ বছর। অন্যদের বয়স যথাক্রমে ৩৮, ৪০, ৪০ এবং ৫৫ বছর।
২ টি ছবিতে ৫ জন ব্যক্তির মধ্যে কালো টি-শার্ট পরিহিত যুবককে সবচেয়ে কম বয়স্ক হিসেবে দেখা যাচ্ছে। কাজেই তাকে ‘মাসুম বিল্লাহ’ বলে ধরে নেয়া যেতে পারে।
এই ৫ জনের মধ্যে যেহেতু জাহাঙ্গীর ইসলাম নামে কেউই নেই, সেহেতু এই ছবিকে ব্যবহার করে জাহাঙ্গীর ইসলাম এর গ্রেফতারের দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।
ভিন্ন আরেকটি ছবি ব্যবহার করেও জাহাঙ্গীর ইসলামের গ্রেফতার এর গুজব ছড়ানো হচ্ছে। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ।
ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, এটি আকাশ সাহার গ্রেফতারের ই ছবি। এই ছবিটি ঢাকা পোস্টে গত ১৭ই জুলাই প্রকাশিত হয়েছিল নড়াইলের ঘটনায় কলেজছাত্র আকাশ তিন দিনের রিমান্ডে শিরোনামযুক্ত খবরের সাথে।
এই খবর থেকে জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দাঙ্গা সংঘটনের অভিযোগ এনে সালাহ উদ্দিন কচি বাদী হয়ে লোহাগড়া থানায় আকাশ সাহাকে অভিযুক্ত করে শনিবার (১৬ জুলাই) রাতে মামলা দায়ের করেন। রাত সাড়ে ১১টায় অভিযুক্ত আকাশ সাহাকে খুলনার ডুমুরিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (১৭ জুলাই) নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. মোরশেদুল আলম আকাশ সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ছবিটির ব্যাকগ্রাউন্ড দেখে ধারণা করা যায়, নড়াইলের আদালত প্রাঙ্গণে ছবিটি তোলা হয়েছিল।
ফেসবুকের বাইরে মূলধারার সংবাদমাধ্যমে জাহাঙ্গীর ইসলাম সম্পর্কে কোনো খবর পাওয়া গেল না।
অনলাইন সংবাদমাধ্যম thesangbad24bd.com এর এই প্রতিবেদনে নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর বরাত দিয়ে বলা হচ্ছে, জাহাঙ্গীর ইসলামকে পুলিশ আটক করার খবরটি সম্পূর্ণ গুজব এবং অপপ্রচার ।
তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্ট ওয়াচ এ সংক্রান্ত পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|