‘ভুবন বাদ্যকরকে ৫৬ লক্ষ টাকা দামের একটি রেস্টুরেন্ট উপহার দিয়েছেন অক্ষয় কুমার’- দাবিটি মিথ্যা।

Published on: December 21, 2021

সম্প্রতি ‘ভুবন বাদ্যকারকে ৫৬ লক্ষ টাকা দামের একটি রেস্টুরেন্ট উপহার দিয়েছেন অক্ষয় কুমার’ এমন শিরোনামে একটি খবর সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায় দাবিটি সত্য নয়। প্রথমত, মূলধারার কোনো গণমাধ্যম কিংবা অক্ষয় কুমারের অফিসিয়াল মাধ্যম থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। দ্বিতীয়ত, উক্ত খবরে যে ইউটিউব ভিডিওকে সূত্র উল্লেখ করা হয়েছে সেটি মূলত প্রায় তিন বছর আগে “Svarn Saathi” নামক একটি পণ্যের বিজ্ঞাপন নিয়ে অক্ষয় কুমারের একটি সংবাদ সম্মেলনের ভিডিও। তৃতীয়ত, এই খবরের শেষদিকে নিজেরাই স্বীকার করছে যে ওই খবরের সত্যতা যাচাই করা হয়নি। তাই ফ্যাক্টওয়াচ এই খবরটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

ফেসবুকে এমন কিছু খবর দেখুন এখানে, এখানে এবং এখানে



“বঙ্গ TREND” নামক একটি ওয়েবপোর্টালের বরাত দিয়ে খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এছাড়াও “ JOURNALBOX” নামে আরেকটি ওয়েবপোর্টালেও এমন খবর দেখা যায়।


ভাইরাল এই খবরে দাবি করা হচ্ছে, সম্প্রতি “বাদাম বাদাম” গান গেয়ে সাড়া জাগানো ভুবন বাদ্যকারের সাথে দেখা করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এরপর তাকে উপহার হিসেবে ৫৬ লক্ষ টাকা মূল্যের একটি রেস্টুরেন্ট উপহার দিয়েছেন। সূত্র হিসেবে একটি ইউটিউব ভিডিও উল্লেখ করা হয়েছে। ২ মিনিটের বেশি লম্বা এই ভিডিওর শুরুতে অক্ষয় কুমারের একটি ছোট ভিডিও ক্লিপ দেখা যায়। ভিডিওতে দেওয়া একটি কণ্ঠের মাধ্যমে উপরোক্ত দাবি নিয়ে অনেক কথা বলা হয়। অক্ষয় কুমার এবং ভুবন বাদ্যকর এর আলাদা ছবি একসাথে জুড়ে দিয়ে লম্বা এই ভিডিওটি তৈরি করা হয়। এছাড়া পুরো ভিডিওতে কোথাও দাবির স্বপক্ষে অক্ষয় কুমার কিংবা ভুবন বাদ্যকরের সরাসরি কোনো মন্তব্য দেখতে পাওয়া যায়নি।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

প্রথমেই, ভাইরাল এই খবরের সূত্র হিসেবে উল্লেখ করা ইউটিউব ভিডিও থেকে অক্ষয় কুমারের ছোট একটি ভিডিও ক্লিপ পাওয়া যায়। এর উপর ভিত্তি করে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে তেমন আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে এই ভিডিও ক্লিপে দৃশ্যমান বিভিন্ন কি-ওয়ার্ডের উপর ভিত্তি করে গুগল এবং ইউটিউবে সার্চ করা হলে শেষপর্যন্ত মূল ভিডিওটি পাওয়া যায়। “Akshay Kumar Launches India’s Protective Shield ‘Svarn Saathi” শিরোনামে এই ভিডিওতে অক্ষয় কুমারকে “Svarn Saathi” নামে একটি পণ্য সম্পর্কে সংবাদ সম্মেলন করতে দেখা যায়।   “Bollywood Bubble” নামে ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল থেকে ৪ জুন ২০১৮ তারিখে ভিডিওটি প্রকাশিত হয়।

“Svarn Saathi” হচ্ছে “Swasth Bharat” প্রকল্পের একটি উদ্যোগ। এটিকে ক্যান্সার বিরোধী এবং পুষ্টিকর একটি পণ্য হিসেবে দাবি করা হয়েছে। মূলত এর বিজ্ঞাপনেই অক্ষয় কুমারকে চুক্তিবদ্ধ করা হয় এবং এ নিয়েই সংবাদ সম্মেলন করেন অক্ষয় কুমার সহ অন্যান্যরা।

উক্ত সংবাদ সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে ‘হিন্দুস্তান টাইমসে’র একটি প্রতিবেদন পড়ুন এখানে

২৫ মিনিটেরও বেশি দীর্ঘ এই ভিডিওর ‘১১ মিনিট ৪৫ সেকেন্ডে’ লক্ষ্য করলে দেখা যাবে, ভাইরাল ভিডিওতে ব্যবহৃত অক্ষয় কুমারের ১৫ সেকেন্ডের ওই ছোট ভিডিও ক্লিপটি মুলত এখান থেকেই নেওয়া হয়েছে।

অর্থাৎ, সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গের একটি পুরনো ভিডিও থেকে ছোট একটি ক্লিপ ব্যবহার করে ভাইরাল এই দাবিটি করা হচ্ছে। এটি পরিষ্কার যে, ভিডিওটি তিন বছর পুরানো এবং এর সাথে ভুবন বাদ্যকরের কোনো সম্পর্কই নেই।

অন্যদিকে, এর বাইরে খবরে বর্ণিত দাবিটির কোনো সত্যতা আছে কি না তা খোঁজার চেষ্টা করা হয়। উক্ত শিরোনামে দেওয়া তথ্যের ভিত্তিতে গুগলে কি-ওয়ার্ড সার্চ করা হলে বেশ কিছু ওয়েবপোর্টালে এমন খবর দেখতে পাওয়া যায়। তবে এর একটিও নির্ভরযোগ্য নয়। মূলধারার নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম থেকে এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে অক্ষয় কুমারের অফিসিয়াল সামাজিক মাধ্যমের একাউন্টগুলো পর্যবেক্ষণ করা হলেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ভাইরাল এই খবরটি সম্পূর্ণ পড়লে দেখা যায় যে, কোনো ধরনের যাচাই করা ছাড়াই এই খবরটি প্রকাশ করা হয়েছে এবং এক পর্যায়ে বিষয়টি নিজেরাও উল্লেখ করেছে। খবরের একদম শেষ অংশে বলা হচ্ছে,” যদিও এই খবরের সত্যতা যাচাই করা হয়নি। এমনকি স্বয়ং অক্ষয় কুমার ও ভুবন বাদ্যকর কেউ এ ব্যাপারে সংবাদমাধ্যমের কিছু জানাননি।“। কিন্তু খবরের শিরোনাম এবং বিস্তারিত অংশে নিশ্চিতভাবেই বলা হচ্ছে যে, অক্ষয় কুমার ৫৬ লক্ষ টাকা মূল্যের একটি রেস্টুরেন্ট ভুবন বাদ্যকরকে উপহার দিয়েছেন।

সুতরাং, দেখা যাচ্ছে যে উক্ত দাবিটি নিয়ে প্রকাশিত এই খবরে বেশ কয়টি অসংগতি রয়েছে। ১) উক্ত দাবির স্বপক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র নেই। সূত্র হিসেবে যে ইউটিউব ভিডিওর কথা উল্লেখ করা হচ্ছে, সেটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়ের আলাদা আলাদা ছবি এবং ভিডিও এক করে তৈরি করা একটি ভিডিও। ২) প্রথম সারির সংবাদমাধ্যম কিংবা অক্ষয় কুমারের অফিসিয়াল কোনো মাধ্যম থেকে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। ৩) উক্ত খবরে নিজেরাই স্বীকার করছে যে তথ্যটি যাচাই করা হয়নি। তাই এমন ভিত্তিহীন একটি খবরকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply