বিএনপি-আওয়ামি লীগ সমর্থকদের সংঘর্ষের ভিডিওটি এক বছর আগের

Published on: January 10, 2022

সম্প্রতি “বিএনপি আওয়ামিলীগ চলছে সংঘর্ষ” ক্যাপশনে ২১ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার হয়েছে ফেসবুকে। মূলত ভিডিওটি এক বছর আগের। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারণার সময় তার কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর কর্মীদের সংঘর্ষের ভিডিও এটি। ঢাকার গোপীবাগে ঘটা এই ঘটনায় সংবাদকর্মীসহ অনেকে আহত হয়েছিলেন৷ পুরনো ভিডিও দিনতারিখ উল্লেখ না করে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।

সম্প্রতি ফেসবুকে “বিএনপি আওয়ামিলীগ চলছে সংঘর্ষ” এবং “নির্বাচনী প্রচারণায় বিএনপি-আওয়ামিলীগ সংঘর্ষ” ক্যাপশনে শেয়ার হওয়া দুটি ভিডিও দেখুন এখানে এবং এখানে।

উক্ত ভিডিও দুটিতে ঘটনার স্থান এবং উল্লেখ নেই। ভিডিওটিতে চ্যানেল টুয়েন্টিফোরের লোগো, লাইভের স্থান “গোপীবাগ” এবং “সিটি ভোটের প্রচারে সংঘর্ষ” লেখাটি কয়েকবার উল্লেখ থাকায় এর ভিত্তিতে অনুসন্ধান চালায় ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি চ্যানেল টুয়েন্টিফোরের ভ্যারিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ২৬ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত হয়েছিল। মূল ভিডিওটি দেখুন এখানে এবং এখানে।


সেদিন রাজধানীর গোপীবাগে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল৷ প্রায় ৪০ মিনিট ধরে এই সংঘর্ষের মধ্যে এক সংবাদকর্মীসহ ডজনখানেক লোক আহত হন৷ এ বিষয়ক প্রতিবেদন সূত্রে জানা যায়, সেদিন দুপুর একটার দিকে ইশরাক হোসেন মিছিল নিয়ে গোপীবাগে নিজের বাসার দিকে যাওয়ার সময় সেন্ট্রাল উইমেন্স কলেজের মোড়ে তাদের ওপর হামলা করা হয়। এ বিষয়ে দুটি প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে।


পুরনো ভিডিও ঘটনার স্থান এবং সময় উল্লেখ না করে অসম্পূর্ণ ক্যাপশনে প্রচার করার কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply