কুরআন অবমাননার ঘটনায় আটক ৪৩ জনের মধ্যে ৩২ জনই আওয়ামী লীগের – ভূয়া শিরোনাম ভাইরাল

Published on: October 15, 2021

‘‘কুমিল্লায় কোরআন অপমানের ঘটনায় ৪৩ জন আটক, ৩২ জনই আওয়ামী লীগ’’ –শিরোনামে একটি খবর ফেসবুকে দেখা যাচ্ছে। মূলত একটি অনলাইন নিউজ পোর্টালের লিঙ্ক শেয়ারের মাধ্যমে এই খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শিরোনামে ৩২ জন আওয়ামী লীগ কর্মীর কথা বলা হলেও মূল খবরে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। এছাড়া অন্য কোনো সংবাদ মাধ্যমেও এ ধরনের কোনো দাবি করা হয়নি। ফলে এই ক্লিকবেইট শিরোনামটিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

বিভ্রান্তির উৎস

১৪ই অক্টোবর রাত ৮ টা ২৩ মিনিটে Golden Bangladesh ফেসবুক গ্রুপে জনৈক Jahanara Munny প্রথমবারের মত এই সংক্রান্ত নিউজ লিঙ্ক শেয়ার করেন।


পরবর্তী কয়েক ঘন্টায় আরো বেশ কিছু ফেসবুক গ্রুপ, পেজ এবং প্রোফাইলে এই খবরটি দেখা যায়। এমন কয়েকটা পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

মূলত একটি ওয়েব পোর্টাল ( dailybdlive24) এ প্রকাশিত খবরই সবাই শেয়ার করছে । মূল খবরটির আর্কাইভড ভার্সন দেখা যাবে এখানে


কি বলা হচ্ছে এই খবরে ?

প্রতিবেদকের নাম এবং প্রতিবেদন প্রকাশের সময় বিহীন এই প্রতিবেদনে বলা হয়েছে, কুমিল্লায় পবিত্র, কোরআ,ন অবমাননার জেরে হামলা ও সংঘর্ষের ঘটনায় ৪৩ জনকে, আটক করেছে পুলিশ। গতকাল, বুধবার, ঘটনার, পর থেকে, আ,জ বৃহস্পতিবার, পর্যন্ত  তাদের, আটক, করা হয়। চট্টগ্রাম  রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ পুলিশের  ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার নগরীর নানুয়ার দীঘির, পাড়ের  আলোচিত মণ্ডপ এলাকা পরিদর্শন করেন। পরে, তিনি বলেন, কুমিল্লার ঘটনাটি অবশ্যই উসকানিমূলক। এ ঘটনায় কুমিল্লায় মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। এখনো এ ব্যাপারে মামলা হয়নি।

জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনও এ সময় উপস্থিত ছিলেন। তিনি, বলেন, ‘বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ ধর্ম পালন, করছে। হঠাৎ করে, দেশকে, অস্থিতিশীল করার জন্য দেশবিরোধী কোনো একটি  নির্দিষ্ট পক্ষ পবিত্র কোরআনকে  সামনে  এনে দেশকে পিছিয়ে দিচ্ছে।‘হিন্দু ধর্মের ভাই-বোনেরা পূজা উদযাপন করছিলেন। রাতে পবিত্র কোরআনকে টেনে এনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমরা ঢাকা থেকে বাংলাদেশ আওয়ামী, লীগের টিম এসেছি। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসেছেন। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ই,তিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।’

বৃহস্পতিবার সকালে এলাকা পরিদর্শন করেন অ্যান্টি টেররিজম ইউনিটের দুজন অতিরিক্ত পুলিশ সুপার, কুমিল্লা, পিবিআই ও সিআইডির, বেশ কয়েকটি ইউনিটের কর্মকর্তারা । তারা বিভিন্ন আলাম,ত সংগ্রহ করেন।

নগরী জুড়ে বৃহস্পতিবারও টহল দিচ্ছে বিজিবির দুই প্লাটুন সদস্য। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেখা যাচ্ছে, সম্পূর্ণ খবরের কোথাও আওয়ামী লীগের ৩২ জন কর্মীর কথা উল্লেখ করা হয়নি। অর্থাৎ কোনো তথ্যসূত্র ছাড়াই শিরোনামে এই দাবিটি করা হয়েছে।

অন্যান্য সংবাদমাধ্যমে এই খবর

কুমিল্লার ঘটনায় ৪৩ জন সন্দেভাজনের আটকের খবর বিভিন্ন জাতীয় এবং অনলাইন সংবাদ্মাধ্যমে এসেছে। যেমন – দৈনিক ইত্তেফাক , দি বিজনেস স্ট্যান্ডার্ড , ঢাকা ট্রিবিউন , একুশে টিভি, বিডি জার্নাল, সময় টিভি নিউজ , এন টিভি , ঢাকা টাইমস ইত্যাদি।

তবে এসব খবরে ৪৩ জনকে আটকের কথা জানানো হলেও ধৃতদের নাম ,বয়স,লিঙ্গ , রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো তথ্য জানানো হয়নি। তাদের কোনো আংশিক কিংবা পূর্ণাঙ্গ নামের তালিকাও পাওয়া যায়নি ।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

ডেইলিবিডিলাইভ২৪ নামক অনলাইন নিউজ পোর্টালটি কোনো তথ্যসূত্র ছাড়া এই চটকদার শিরোনাম ব্যবহার করছে। মূল খবরের ভিতরে শিরোনামের সাথে সঙ্গতিপূর্ণ কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। অন্য কোনো সংবাদমাধ্যমেও ‘আটক ৪৩ জনের মধ্যে ৩২ জনই আওয়ামীলীগ কর্মী’ – এই মর্মে কোনো খবর পাওয়া যাচ্ছে না।  সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই খবরটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply