আলবাট্রস পাখি কি একটানা ছয়বছর উড়ে বেড়াতে পারে?

Published on: February 6, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে যে, আলবাট্রস পাখি ছয়বছর পর্যন্ত মাটি স্পর্শ না করে উড়ে বেড়াতে পারে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে বড় প্রজাতির আলবাট্রস পাখি পাঁচ বছরেরও বেশি সময় ধরে উড়ে বেড়াতে পারে এবং খাবারের সন্ধানে মাঝে মাঝে সমুদ্রের উপরিভাগের পানিতে নেমে এসে সামুদ্রিক জলজ উদ্ভিদ, মাছ বা স্কুইড জাতীয় প্রাণী শিকার করে খায়। সুতরাং, আলবাট্রস পাখি পাঁচ-ছয় বছর সমুদ্রের উপর উড়ে বেড়ালেও তাকে খাবারের সন্ধান এবং বিশ্রামের জন্য মাটিতে কিংবা পানিতে নেমে আসতে হয়। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ শেয়ারকৃত পোস্টের দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

 আলবাট্রস পাখি ছয়বছর মাটি স্পর্শ না করে সমুদ্রের উপর উড়ে কাটিয়ে দিতে পারে কিনা তা যাচাই করতে গিয়ে আমরা জানতে পেরেছি যে আলবাট্রস হচ্ছে কয়েকটি সামুদ্রিক পাখির প্রজাতির সমষ্টি যারা সবাই ডায়োমিডিয়েডাই (Diomedeidae) পরিবারের অন্তর্ভুক্ত এবং অন্যান্য পাখির তুলনায় আলবাট্রস অনেকসময় ধরে উড়ে বেড়ানোর ব্যাপারে দক্ষ। আলবাট্রস ঝড়ো আবহাওয়ায় অনেকসময় ধরে তাদের পাখা না ঝাপটে বাতাসে ভেসে থাকতে পারে এবং যখন শান্ত আবহাওয়ায় তাদের পক্ষে বাতাসে ভেসে থাকতে কষ্ট হয় তখন তারা সমুদ্রের পানিতে নেমে আসে। আলবাট্রস সমুদ্রের খুব গভীরে ডুব দিতে পারে না বলে সমুদ্রের উপরিভাগে যে জলজ উদ্ভিদ, মাছ বা স্কুইড পাওয়া যায় সেগুলোই খেয়ে থাকে। মাঝে মাঝে আলবাট্রসকে জাহাজ থেকে ফেলে দেয়া আবর্জনাও খেতে দেখা যায়। আলবাট্রসের সমুদ্রের পানিতে নেমে এসে শিকার করে খাওয়ার একটি ভিডিও দেখুন এখানে

আলবাট্রস প্রজাতির পাখি তাদের জন্মের তিন থেকে দশমাস পর পালক (flight plumage) গজানোর পর সমুদ্রের দিকে উড়ে যায় এবং সেখানেই পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কাটিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত তারা মাটিতে ফিরে আসে প্রজননক্রিয়া সম্পন্ন করার জন্য৷

সুতরাং, আলবাট্রস পাঁচ-ছয় বছর ধরে সমুদ্রের উপর উড়ে বেড়ালেও মাঝেমাঝেই খাবারের খোঁজে সমুদ্রের পানিতে নেমে আসে।

অন্যান্য ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইটের অনুসন্ধান:

 আফ্রিকা চেক এবং রয়টার্স এর করা দুটো ফ্যাক্ট-চেকিং রিপোর্ট থেকে জানা গিয়েছে যে আলবাট্রস প্রজাতির পাখি দীর্ঘসময় ধরে মাটি স্পর্শ না করে উড়ে কাটিয়ে দিতে পারে এবং মাঝে মাঝে তারা খাবারের সন্ধানে সমুদ্রের পানিতে নেমে আসে। উক্ত ফ্যাক্ট-চেকিং রিপোর্টগুলো আলবাট্রস এর ভূমি স্পর্শ না করে বছরের পর বছর সমুদ্রে উড়ে বেড়িয়ে কাটানোর দাবিটিকে বিভ্রান্তিকর করে বলে রায় দিয়েছে। আফ্রিকা চেক এবং রয়টার্স এর ফ্যাক্ট-চেকিং রিপোর্টগুলো পড়ুন এখানে এবং এখানে

অতএব, এই বিষয়টি এখন স্পষ্ট যে আলবাট্রস পাখি ভূমি স্পর্শ না করে বছরের পর বছর সমুদ্রের উপর দিয়ে উড়ে কাটিয়ে দিতে পারে – দাবিটি পুরোপুরি সঠিক নয়, বরং তারা মাঝে মাঝে খাবারের সন্ধান এবং বিশ্রাম নিতে সমুদ্রের পানিতে নেমে আসে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

সংশোধনী: “আলবাট্রস পাখি কি একটানা ছয়মাস উড়ে বেড়াতে পারে?“- শিরোনামটি সংশোধন করে “আলবাট্রস পাখি কি একটানা ছয়বছর উড়ে বেড়াতে পারে?” করা হলো। এছাড়া প্রথম অনুচ্ছেদের “ছয়মাস“- শব্দটি সংশোধন করে “ছয়বছর” করা হলো।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh