“পৃথিবীতে সবাই জিনিয়াস…” আইনস্টাইন কি এমন কিছু বলেছিলেন?

সম্প্রতি “পৃথিবীতে সবাই জিনিয়াস; কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।” —উক্তিটি আইনস্টাইনের বলে সম্প্রতি দাবি উঠেছে সামাজিক মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দাবিটির পক্ষে বাস্তব কোন তথ্য-প্রমাণ পাওয়া যায় নি। বরং উক্তিটি যে আইনস্টাইনের নয়, এ বিষয়ে বেশ গবেষণালব্ধ প্রমাণ পাওয়া গেছে।

মূলত ‘জ্ঞানের জগৎ’ নামে ফেসবুকের একটি পাবলিক গ্রুপ থেকে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে উদ্ধৃত করে “পৃথিবীতে সবাই জিনিয়াস…” এই উক্তিটি প্রচার করা হয়। এমন কিছু পোস্ট দেখুন এখানে এখানে এখানে এখানে

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিখ্যাত ব্যক্তিরা রসাত্মক কিংবা অনুপ্রেরণামূলক কিছু বলার জন্য খ্যাতি অর্জন করলে প্রায়শই তাদের ঝুলিতে আরও কিছু উক্তি এসে জমা হয় যা তারা বাস্তবে বলেননি। পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নামেও এমন বেশ কিছু জনপ্রিয় উক্তির প্রচলন আছে। বর্তমানে ইন্টারনেটের সুপরিচিত উক্তি অনুসন্ধানকারী গারসন ও’টুল তার “Hemingway Didn’t Say That: The Truth Behind Familiar Quotations.” বইতে এ ধরণের ভুল উদ্ধৃতিগুলোর একটি গবেষণামূলক সমন্বয় ঘটান।

 

 

সম্প্রতি ভাইরাল “পৃথিবীতে সবাই জিনিয়াস…” উক্তিটির ইংরেজি ভার্শন “Everybody is a Genius. But If You Judge a Fish by Its Ability to Climb a Tree, It Will Live Its Whole Life Believing that It is Stupid” অনুসন্ধানকারী ওয়েবসাইট ‘quoteinvestigator.com’ –এ লিখে সার্চ করে আমরা গারসন ও’টুলের একটি নিবন্ধের সন্ধান পাই। সেখানে তিনি জানান, আইনস্টাইন এমন কথা বলেছেন তার কোন বাস্তব প্রমাণ নেই। এমনকি প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত “দ্য আলটিমেট কোটেবল আইনস্টাইন” বইয়েও উক্তিটি উপস্থিত নেই।

তবে অধিকতর স্বচ্ছতার লক্ষ্যে ফ্যাক্টওয়াচ “দ্য আলটিমেট কোটেবল আইনস্টাইন” বইটিতে উক্ত ভাইরাল উক্তিটি যাচাই করে যা গারসন ও’টুলের অনুসন্ধানের সাথে সামঞ্জস্যপূর্ণ।

 

 

নিচের সবগুলো উক্তিই আইনস্টাইনের নামে প্রচলিত, অথচ এর একটিও তিনি বলেন নি এমনটাই দাবি করছে একটি নিবন্ধ:

  1. “Not everything that counts can be counted.”
  2. “The definition of insanity is doing the same thing over and over again and expecting different results.”
  3. “Everyone is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid.”
  4. “Two things inspire me to awe–the starry heavens above and the moral universe within.”

 

এসব উক্তিগুলো নিয়ে বিস্তারিত জানতে ‘History.com’ –এর ‘Here Are 6 Things Albert Einstein Never Said’ শীর্ষক নিবন্ধটি পড়ুন।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

স্মরণীয় ব্যক্তিদের নামে অনেক কিছুই চালিয়ে দেয়ার একটা জনপ্রিয় সংস্কৃতি সামাজিক মাধ্যমে দেখা যায়। এর কারণ, কোনো কথা মনীষীদের রেফারেন্সে বললে তা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এই উক্তিটিও এমনি। আইনস্টাইন এমন কথা বলেছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় নি। বরং অনেক গবেষক প্রমাণ করেছেন যে, আইনস্টাইন এসব কথা কখনো বলেন নাই। তার ভিত্তিতেই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply