Published on: February 14, 2023
![]() |
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত বিকৃত ছবিটির কিছু নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
প্রথম আলো “১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি” শিরোনামে কোন প্রতিবেদন করেছে কিনা তা যাচাই করতে আমরা শেয়ারকৃত ছবিটির টেক্সটি কপি করে গুগল সার্চ করি এবং ১৩ই ফেব্রুয়ারি, ২০১৯ এ প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন খুঁজে পাই। উক্ত প্রতিবেদনটির শিরোনাম ছিলো “এক দিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি” এবং বিষয়বস্তু ছিলো পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে যশোরে অবস্থিত দেশের বৃহৎ ফুলের মোকাম (আড়ত) থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৬ কোটি টাকার ফুল পাঠানো হয়েছে। তবে, একদিনে ৬ কোটি টাকার কনডম বিক্রি হয়েছে – এমন তথ্য কোন গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
দৈনিক প্রথম আলোর পুরানো প্রতিবেদনটির শিরোনাম থেকে “ফুল” শব্দটি মুছে “কনডম” শব্দটি বসিয়ে পুরো শিরোনামটিকে বিকৃত করে ছবিটি বর্তমানে শেয়ার করা হচ্ছে।
সুতরাং, ফ্যাক্টওয়াচ এর রেটিং অনুযায়ী এটি একটি “বিকৃত” ছবি।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|