Published on: December 9, 2021
![]() |
এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ভাইরাল ছবিটিতে মেয়েদের একটি সমাবেশ লক্ষ্য করা যায়। সেখানে তাদের হাতে দুইটি ব্যানার। একটি ব্যানারে লেখা রয়েছে, “লাইসেন্সবিহীন সরকার এই মুহূর্তে বাংলা ছাড়”। অন্যটিতে ‘শিক্ষার্থীদের সাথে উগ্র ব্যবহার’ সম্পর্কিত কিছু একটি লিখা রয়েছে। ঝাপসা হওয়ায় সম্পূর্ণ দেখা যায়নি।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল এই ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করলে ঠিক একই ছবি সামনে আসে। “bdnews24.com” এর জলছাপ দেওয়া ওই ছবিতে সব ঠিক থাকলেও ব্যানারের লিখাটি ছিলো ভিন্ন।
পরবর্তীতে ওই লিখার উপর ভিত্তি করে পুনরায় গুগল সার্চ করা হলে “bdnews24.com” একটি প্রতিবেদন সামনে আসে।”Bus owners accept 50% student discount in all metropolitan areas” শিরোনামে ৫ ডিসেম্বর ২০২১ তারিখের এই প্রতিবেদনে মূল ছবিটি পাওয়া যায়।
ছবিটিতে দুইটি ব্যানারের একটিতে লিখা ছিলো,” হাফ পাস ভিক্ষা না আমাদের অধিকার”। মূলত এই ছবিটিকেই সম্পাদনা করে লিখাটি পরিবর্তন করে “লাইসেন্সবিহীন সরকার এই মুহূর্তে বাংলা ছাড়” লিখাটি সংযোজন করে দেয়।
একটু লক্ষ্য করলে দেখা যাবে ভাইরাল ছবিতে ‘বিডিনিউজ’ এর জলছাপটি কেটে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য সব মেট্রোপলিটন শহরে অর্ধেক ভাড়ার দাবিতে চলমান আন্দোলনের বিষয়বস্তু নিয়েই প্রতিবেদনটি তৈরি। সম্প্রতি বাংলাদেশ গণপরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চট্টগ্রামসহ প্রত্যেকটি মেট্রোপলিটন শহরে শিক্ষার্থীদের এই দাবি মেনে নেয়।
এই বিষয়ে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন এখানে।
অতএব, পরিষ্কারভাবেই বলা যাচ্ছে যে বর্তমানে ভাইরাল ছবিটি সম্পাদনা করা হয়েছে। মূল শিরোনাম সরিয়ে তার বিপরীতে উক্ত লিখাটি সংযোজন করা হয়েছে। তাই এই সম্পাদিত ছবিসহ ফেসবুক পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘বিকৃত’ চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|