আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুসংবাদটি গুজব

Published on: [August 5,2021]

৪ আগস্ট ২০২১ রাতের দিকে বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুসংবাদ ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং আব্দুল মুহিতের ছোট ভাই আব্দুল মোমেন তার অফিসিয়াল ফেসবুক পেজ এর মাধ্যমে জানিয়েছেন যে আব্দুল মুহিতের শারীরিক অবস্থা আগের থেকে ভালো। অর্থাৎ তার মৃত্যুসংবাদটি একটি গুজব। মূলধারার সংবাদপত্রগুলোও আব্দুল মুহিতের শারীরিক অবস্থার উন্নতি বিষয়ে সর্বশেষ আপডেট দিয়েছে ৫ আগস্টের শুরু পর্যন্ত। তারই ভিত্তিতে ফ্যাক্টওয়াচ প্রাক্তন অর্থমন্ত্রীর মৃত্যুসংবাদকে গুজব বলে চিহ্নিত করছে।

গুজবের উৎস 

৪ আগস্ট ২০২১ তারিখ রাতে “আবুল মাল আব্দুল মুহিত আর আমাদের মাঝে নেই”- এমন শিরোনামে সাবেক এই অর্থমন্ত্রীর মৃত্যু সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। “রাজনগর ট্রাভেলস এন্ড ট্যুরস”, “দৈনিক ছাতক দোয়ারা” কিংবা “শেয়ার বাজার 2021”- সহ এমন বিভিন্ন ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তে দেখা যায়। পরবর্তীতে বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে খবরটি শেয়ার করলে চারদিকে বিভ্রান্তির শুরু হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু গুজব দেখুন  এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে , এখানে এবং এখানে

অনুসন্ধান

সংবাদটি ফেসবুকে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আবুল মাল আব্দুল মুহিতের ছোট  ভাই বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ফেসবুকে তার অফিসিয়াল পেজ থেকে একটি ছবি প্রকাশ করেন। ৪ আগস্ট রাত ১১.৩০ মিনিটে দেয়া সেই ছবির বর্ণনায় তিনি লেখেন, “মুহিত ভাই গতকালকের থেকে ভালো আছেন। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি আরাম করে রাতের খাবার খেয়েছেন, বাংলাদেশের ক্রিকেট ম্যাচ উপভোগ করেছেন এবং এখন ঘুমাতে চেষ্টা করছেন। সুতরাং তাঁর বিষয়ে গুজব এড়িয়ে চলুন”।

উল্লেখ্য, গত ২৫ জুলাই ২০২১ তারিখে সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত করোনা-আক্রান্ত হন। পরবর্তীতে ২৯ শে জুলাই আব্দুল মুহিত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।

এছাড়াও, দেশের মূলধারার কিছু গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে। “আবদুল মুহিত আগের চেয়ে ভালো আছেন: পররাষ্ট্রমন্ত্রী”-এমন শিরোনামে প্রথম আলো-র একটি প্রতিবেদনে বলা হয়, ”সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আজ রাত সাড়ে ১১টায় আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রথম আলোকে এ কথা জানান।“

উক্ত বিষয়ে দৈনিক সমকাল এবং বাংলাদেশ প্রতিদিনের পৃথক দুইটি প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে

মানুষের বিভ্রান্তির কিছু নমুনা

সিদ্ধান্ত

ভাই এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের ফেসবুক বার্তা এবং দেশের মূলধারার গণমাধ্যমের বরাত দিয়ে নিশ্চিতভাবেই বলা যায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুসংবাদটি নিতান্তই একটি গুজব ।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply