পশ্চিমবঙ্গে নিহত আনিস খান কর্ণাটকের মুসকানের মামা নন

Published on: February 28, 2022

‘মুসকান এর মামাকে হত্যা করা হয়েছে’ – এই শিরোনামে একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে কর্ণাটকের মুসকান ইস্যুতে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে যে মুসকান খাতুনকে দেখানো হয়েছে সে পশ্চিমবঙ্গের খুন হওয়া ছাত্রনেতা আনিস খানের ভাগ্নি, কর্ণাটকের মুসকান খান নয়।

গুজবের উৎস

‘মুসকান এর মামাকে হত্যা করা হয়েছে’ শিরোনামে গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ একটি ভিডিও Rana Bortoman নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করা হয়। ভিডিওতে পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থাপকের সাথে বাংলাভাষায় জনৈক আনিস খানের ভাগ্নি মুসকান খাতুনের সাথে একটি কথোপকথন দেখানো হয়। ভিডিওর ক্যাপশনে বলা আছে – মুসকান হিজাব আন্দোলন, হত্যার বিচার চাই, তীব্র নিন্দা জানাই, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন। এটি এখন পর্যন্ত কমপক্ষে ২৪ বার শেয়ার করা হয়েছে।


ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

টিভি অনুষ্ঠানের ক্লিপটি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ABP আনন্দ চ্যানেলে ২২ ফেব্রুয়ারি প্রচারিত ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ প্রোগ্রামের একটি এপিসোড থেকে। সম্প্রতি ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যু নিয়ে পশ্চিমবঙ্গে তুমুল আলোচনা চলছে। গত ১৮ ফেব্রুয়ারি রাতে হাওড়ায় ছাত্রনেতা আনিস খানকে ৪ জন পুলিশ অফিসার রাতের বেলা বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুজন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আনিস খানের মৃত্যু সংক্রান্ত সংবাদ দেখুন এখানে। এর ধারাবাহিকতায় ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ প্রোগ্রামটি আনিস খানের মৃত্যু নিয়ে এপিসোড করে চলছে। সেখান থেকে উপস্থাপকের সাথে আনিস খানের ভাগ্নি মুসকান খাতুনের কথোপকথনের অংশটি নেওয়া হয়। (মূল ভিডিওর ৫:৫৬ মিনিট থেকে দেখুন)

ভাইরাল হওয়া ভিডিওতে  ‘এ কেমন মানবিকতা? ভারতের অত্যাচার নাকি মোদি সরকারের নির্যাতন? হিজাব এর প্রতিবাদে প্রাণ দিতে হলো মুসকানের মামার। জানাই নিন্দা ও হোক প্রতিবাদ।’ বার্তাটি দেখা যাচ্ছে। তবে মূল ভিডিওতে এমন কোনো বার্তা পাওয়া যায় না। এটি সংযুক্ত করা হয়েছে। কর্ণাটকের মুসকান খান সেখানকার স্থানীয় ভাষায় কথা বলেন, অন্যদিকে ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুসকান খাতুন বাংলাভাষী।

কর্ণাটকের হিজাব আন্দোলনের সাথে আনিস খানের সম্পৃক্ততা, সংহতি বা ভূমিকা নিয়ে গণমাধ্যমে কিছু পাওয়া যায় নি। তিনি যে কর্ণাটকের মুসকান খানের মামা — এমন কোন সংবাদও পাওয়া যায় না মূলধারার গণমাধ্যমে।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

নিহত আনিস খান পশ্চিমবঙ্গ নিবাসী এবং তার ভাগ্নি মুসকান খাতুন বাংলাভাষী। ফলে এটা কোনোভাবেই কর্ণাটকের মুসকানের সাথে সম্পর্কিত হতে পারে না। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এই ভিডিওকে মিথ্যা বলে দাবি করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply