“পরকীয়ায় আটক প্রিয় নায়িকা অপু বিশ্বাস” – শীর্ষক খবরটি মিথ্যা

Published on: November 25, 2021

সম্প্রতি “পরকীয়ায় আটক প্রিয় নায়িকা অপু বিশ্বাস” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে একাধিক অনলাইন পোর্টাল থেকে। ৩১ মে ২০১৭ বিবিসি বাংলা থেকে প্রকাশিত একটি সংবাদ হুবহু কপি করে ভুল শিরোনামে প্রচার করা হচ্ছে এই খবরগুলোতে। খবরে ব্যবহৃত ছবিটিও বিকৃত। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়া এমন কিছু খবর দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

সম্প্রতি ভাইরাল হওয়া খবরগুলোর বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখ যায়, ৩১ মে ২০১৭ বিবিসি বাংলা থেকে প্রকাশিত একটি সংবাদ হুবহু কপি করে ভুল শিরোনামে প্রচার করা হচ্ছে এই খবরগুলোতে। “নায়িকা মা হলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে কেন: অপু বিশ্বাসের প্রশ্ন” শিরোনামে বিবিসি বাংলার খবরটি দেখুন এখানে।

মূলত, বিবিসি বাংলাকে দেয়া এল সাক্ষাৎকারে সংবাদদাতা আহ্‌রার হোসেনকে অপু বিশ্বাস বলেন, “আমি যে বিয়ের পরে আট বছর কাজ করেছি, কেউ বুঝতে পেরেছে? আমি মনে করি, মা বা বিয়ে হওয়া, এটা কোন ম্যাটার না কোন নায়িকার জন্য। কারণ নায়িকারা অনেক মেইনটেইন করতে জানে।”

ভাইরাল খবরটিতে ব্যবহৃত ছবিতে দুই দিকে দুইজন পুলিশ এবং পেছনে একটি ব্যানারে “সাতকানিয়া থানা” লেখাটি দেখা যাচ্ছে। সাতকানিয়া মূলত চট্টগ্রাম জেলার একটি উপজেলা। হুবহু একই ব্যানারটি পাওয়া গেছে সাতকানিয়া থানা সংক্রান্ত বিভিন্ন সংবাদে। এমন কিছু সংবাদ দেখুন এখানে এবং এখানে।


উল্লেখ্য যে, অপু বিশ্বাস কোনো অভিযোগে পুলিশ দ্বারা গ্রেফতার হয়েছেন এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। অর্থাৎ অভিনেত্রী অপু বিশ্বাসের ছবিটি ফটোশপের মাধ্যমে সাতকানিয়া থানা লেখা যুক্ত ব্যানারের ছবিটিতে দুইজন পুলিশের মাঝখানে যুক্ত করা হয়েছে।

প্রায় ৫ বছরের পুরনো সংবাদ ভুল শিরোনাম এবং বিকৃত ছবি ব্যবহার করে প্রচারের কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply