আর্জেন্টিনায় যেতে ভিসা লাগবে না?

Published on: March 9, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার হতে দেখা গিয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই হওয়ায় বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে কোন ভিসা লাগবে না। উক্ত পোস্টটির কারণে অনেকের মনে ভুল ধারণা তৈরি হয়েছে যে আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে গত ২৭ই ফেব্রুয়ারি ২০২৩ এ বাংলাদেশ এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীদ্বয় কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি সই করেন এবং এর ফলে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের আর্জেন্টিনা যেতে কোন ভিসা লাগবে না। কিন্তু উভয় দেশের সাধারণ নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে তিনধরণের পাসপোর্ট সক্রিয় রয়েছে: সাধারণ পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট, এবং সরকারী পাসপোর্ট। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের  নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে কিনা তা যাচাই করতে আমরা কিছু কিওয়ার্ড ধরে গুগল সার্চ করি এবং বেশকিছু বাংলা সংবাদমাধ্যমের সংবাদ খুঁজে পাই। উক্ত সংবাদগুলো পড়ে আমরা জানতে পেরেছি যে গত ২৭ই ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী . . কে. আব্দুল মোমেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো (Santiago Cafiero) বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই করে যার ফলে বাংলাদেশের কূটনৈতিক অফিসিয়াল (সরকারী) পাসপোর্টধারীদের আর্জেন্টিনা যেতে কোন ভিসা লাগবে না। এমন কিছু সংবাদ পড়ুন এখানে, এখানে, এখানে, এবং এখানে 

বর্তমানে বাংলাদেশ সরকার তিনধরণের পাসপোর্ট প্রদান করে: সাধারণ পাসপোর্ট (Ordinary passport), সরকারী পাসপোর্ট (Government passport), এবং কূটনৈতিক পাসপোর্ট (Diplomatic passport) বাংলাদেশের সাধারণ নাগরিকদের সাধারণ পাসপোর্ট প্রদান করা হয় এবং এই পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণ করতে ভিসা দরকার হয়। সরকারী কর্মচারী বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারী পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা হয় এবং সাধারণ পাসপোর্টধারীদের মতো তাদের সবসময় ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশী কূটনীতিক বা সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের কূটনৈতিক পাসপোর্ট প্রদান করা হয় এবং এই পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারে। তবে, সরকারী পাসপোর্ট এবং কূটনৈতিক পাসপোর্ট এর ভিসা অব্যাহতি সুবিধা তখনই পাওয়া যায় যখন একটি দেশের সাথে যে দেশে ভ্রমণ করতে ইচ্ছুক সেই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে। 

উল্লেখ্য, দীর্ঘদিন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ থাকার পর গত ২৭ই ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন এবং একই দিন বাংলাদেশী কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য আর্জেন্টিনার ভিসা অব্যাহতি চুক্তি সই করেন। পড়ুন এখানে

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা আর্জেন্টিনার ভিসা অব্যাহতি সুবিধা পাচ্ছে না বরং কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা এই সুবিধা পাবে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টটির দাবিটিকেবিভ্রান্তিকরসাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh