অভিনেতা আরিফিন শুভ’র নামে ভূয়া ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

Published on: May 21, 2022

২০ মে ২০২২ তারিখে “আপনারা ১ টাকায় এর থেকে আর কত ভালো অভিনয় আশা করেন?” ক্যাপশনে অভিনেতা আরিফিন শুভ’র একটি ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। মূলত এটি একটি বানোয়াট স্ক্রিনশট। আরিফিন শুভ’র ভেরিফাইড ফেসবুক পেজে এমন কোনো স্ট্যাটাস পাওয়া যায় নি। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার (Mujib: The Making of a Nation)” এর ট্রেইলার মুক্তি পেয়েছে। উক্ত চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে এক টাকা পারিশ্রমিকের বিনিময়ে অভিনয় করেছেন আরিফিন শুভ।

ভূয়া স্ক্রিনশটটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে, অভিনেতা আরিফিন শুভ’র ভেরিফাইড ফেসবুক পেজে এমন কোনো স্ট্যাটাস পাওয়া যায় নি। উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য শুভ প্রতীকী পারিশ্রমিক নিয়েছেন মাত্র এক টাকা। এর আগে ৯ জুন ২০২১ তারিখে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ব্যাংক চেকের ছবি প্রকাশ করেছিলেন শুভ যেখানে আর্থিক অংক হিসেবে এক টাকা উল্লেখ ছিল। উক্ত ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন,

“শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা

‘অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না’

#Bangabandhu”

প্রসঙ্গত, ১৯ মে ২০২২ তারিখে ইউটিউবে প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার (Mujib: The Making of a Nation)” এর ট্রেলার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনীতি নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। সম্প্রতি ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিনে ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply