“এবার সেনাবাহিনীকে দৌড়ানি দিল ক্ষিপ্ত জনতা” সাউন্ডট্র্যাক এডিট করা ভাইরাল ভিডিও

 

৭ জুলাই ২০২১ তারিখে ‘Nurul Haque Nur’ নামের একটি ফেসবুক পেজ থেকে “এবার সেনাবাহিনীকে দৌড়ানি দিল ক্ষিপ্ত জনতা। জনগণের আ্যাকশন থমথমে রাজপথ।” এমন শিরোনামে একটি ভিডিও ফেসবুক লাইভের ধরন নকল করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফ্যাক্ট-ওয়াচের অনুসন্ধানে দেখা যায় মূল ভিডিওটি “সিলেট বিডি নিউজ ২৪ লাইভ” নামের একটি অনলাইন নিউজ পোর্টালের। “সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা।” এমন শিরোনামে ১ জুলাই ২০২১ তারিখে ফেসবুক লাইভের মাধ্যমে মূল ভিডিওটি প্রকাশিত হয়। আসল ভিডিওটির কোথাও জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষিপ্ত হতে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায়নি। ভাইরাল ভিডিওতে মূল ভিডিওটির সাউন্ড এডিট করে আরেকটা মিটিং বা মিছিলের শব্দ যুক্ত করে দেওয়া হয়। সাউন্ডট্র্যাক বদলানো এবং বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে প্রচারের কারণে এই ভিডিওটিকে ফ্যাক্টওয়াচ টিম মিথ্যা হিসাবে চিহ্নিত করছে।

গত ৭ জুলাই ২০২১ এ “Nurul Haque Nur” নামের একটি ফেসবুক পেজ থেকে “এবার সেনাবাহিনীকে দৌড়ানি দিল ক্ষিপ্ত জনতা। জনগণের আ্যাকশন থমথমে রাজপথ”- শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। এটি সম্পাদিত ভিডিও হলেও একে এডিট করে একটা ফেসবুক লাইভের চেহারা দেয়া হয়। এরপর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে।এছাড়াও, এই পেজ থেকে ভিডিওর কমেন্টে ১ জনকে কমপক্ষে ২০ টি গ্রুপে ভিডিওটি শেয়ার করার কথাও বলা হয়।  ভিডিওটি ১.৭ মিলিয়ন ভিউসহ ১২ হাজারেরও বেশি বার শেয়ার হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


ভিডিওর বিষয়বস্তু

১১ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায় প্রশাসন, থানা পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অবস্থান করছিলেন। মাঝে মাঝে যানবাহন এবং পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায়। ভিডিওটিতে জনতার উত্তেজনার শব্দও পাওয়া যায়। এইভাবে পুরো ভিডিওটি জুড়ে সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তাদের লকডাউন পর্যবেক্ষণের চিত্র দেখা যায়।

ফ্যাক্ট-ওয়াচের অনুসন্ধান

ভিডিওতে বিদ্যমান বিভিন্ন অসংগতির মধ্যে সবচেয়ে প্রথমেই যে বিষয়টি নজরে আসে সেটি হচ্ছে ভিডিওতে উল্লেখিত শিরোনাম। শিরোনামে সেনাবাহিনীকে ‘দৌড়নোর’ কথা উল্লেখ থাকলেও সম্পূর্ণ ভিডিওটির কোথাও এমন ঘটনা দেখতে পাওয়া যায় না। অর্থাৎ উল্লেখিত শিরোনামটি ভিডিওর সাপেক্ষে ভিত্তিহীন।

দ্বিতীয়ত, ভিডিওর সাউন্ডট্র্যাক অসংগতিপূর্ণ। সেখানে জনগণের তীব্র উত্তেজনার শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু ভিডিওর কোথায় এমন কোনো চিত্র দেখা যায় না। তাই ফ্যাক্ট-ওয়াচ টিম এই বিষয়টি প্রমাণ করতে মূল ভিডিওটি খুঁজে বের করে। ১ জুলাই ২০২১ তারিখে ‘সিলেট বিডি নিউজ ২৪ লাইভ’ নামক ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি প্রকাশ করা হয়। ওই ভিডিওতে দেখা যায় একজন প্রতিবেদক প্রশাসনিক কর্মকর্তা, থানা পুলিশ এবং সেনাবাহিনীর লকডাউন পর্যবেক্ষণকে সার্বক্ষণিক ফেসবুক লাইভের মাধ্যমে প্রকাশ করছে। ৩৪ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে কোথাও কোনো উত্তেজনার শব্দ কিংবা মানুষের ভীড় দেখতে পাওয়া যায় না। অর্থাৎ, ‘Nurul Haque Nur’ নামের পেজ থেকে প্রকাশিত ওই ভিডিওটির সাউন্ডট্র্যাক এডিট করে ঢুকিয়ে দেয়া। এক সপ্তাহ আগের ওই ভিডিওর সাথে শুধু একটি বিশৃঙ্খলার শব্দ জুড়ে দেওয়া হয়। এমনকি মূল ভিডিওতে প্রতিবেদকের যে  কন্ঠটি ছিলো সেটিও এই ভাইরাল হওয়া ভিডিওতে বিশৃঙ্খলার শব্দের পাশাপাশি শুনতে পাওয়া যায়। এভাবেই এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়।

আরেকটি লক্ষ্যণীয় দিক হলো ভাইরাল হওয়া এই ভিডিওর তারিখ। ‘Nurul Haque Nur’ নামের এই পেজ থেকে ৭ জুলাই ২০২১ তারিখে ভিডিওটি প্রকাশিত হলেও ভিডিওটি মূলত ১ জুলাই ২০২১ তারিখের। অর্থাৎ এক সপ্তাহ আগের। আর এই পুরনো ভিডিওকে এডিট করেই ছড়ানো হচ্ছে বিভ্রান্তি।

মূল ভিডিওটি দেখুন এখানে

সিলেট বিডি নিউজ ২৪ লাইভের জুড়ী উপজেলার লকডাউন পরিস্থিতি নিয়ে ওইদিনের একটি প্রতিবেদন পড়ুন এখানে

মানুষের বিভ্রান্ত হওয়ার কিছু নমুনা

পরিশেষে, ভাইরাল হওয়া এই ভিডিওর বিভিন্ন অসংগতি (ভিডিওর শিরোনাম, এডিট করে ঢুকিয়ে দেয়া সাউন্ডট্র্যাক) বিবেচনা করে বলা যায় এই ভিডিওটি গণ-অসন্তোষ এবং জনমনে বিভ্রান্তির জন্ম দিচ্ছে। তাই, ফ্যাক্ট-ওয়াচ ভিডিওটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।



 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

Leave a Reply